ICICI FD Interest Rate: ICICI ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখবর, FD তে বাড়ল সুদের হার, দেখুন নতুন রেট

Prosun Kanti Das

Published on:

Advertisements

ICICI Bank hikes interest rates on FDs for customers: ভবিষ্যতের জন্য প্রত্যেকটি মানুষ সঞ্চয় করতে চায়, আর এই সঞ্চয় করার সবথেকে ভালো বিকল্প হলো ফিক্সড ডিপোজিট স্কিম। একজন বিনিয়োগকারী হিসেবে আপনি যদি ভবিষ্যতে নিজের অর্থ নিয়ে নিশ্চিন্ত থাকতে চান, তাহলে বিনিয়োগ করুন অবশ্যই ফিক্সড ডিপোজিট স্কিমে। ICICI ব্যাঙ্ক নিয়ে এসেছে গ্রাহকদের জন্য দুর্দান্ত সুখবর (ICICI FD Interest Rate)।

Advertisements

বর্তমানে ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমে সুদের হারে বৃদ্ধি করল আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI FD Interest Rate)। আপনার অর্থ থাকবে সুরক্ষিত এবং রিটার্ন পাবেন ভালো। ICICI ব্যাঙ্ক আপনাকে ৭ বছর থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট এর জন্য ৪.৭৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ সুদের হার অফার করছে। গ্রাহকরা সম্প্রতি পাবে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদের হার। আপনি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফিক্সড ডিপোজিট এর নতুন রেটগুলো সম্পর্কে জানতে পারবেন।

Advertisements

এই ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হারের রেট সম্পর্কে একনজরে দেখে নিন (ICICI FD Interest Rate)। আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের ২ কোটি থেকে ৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের এর উপর ৭ দিন থেকে ১৫ দিনের জন্য ৪.৭৫ শতাংশ সুদের হার অফার করছে। আবার যদি ৩০ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিট হয় তার উপর সুদের হার হবে ৫.৫০ শতাংশ। ৪৬ দিন থেকে ৬০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে আপনি ৫.৭৫ শতাংশ সুদের হার পাবেন।

Advertisements

এছাড়া ৬১ দিন থেকে ৩ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ব্যাংক ৬.০০ শতাংশ সুদের হার (ICICI FD Interest Rate)অফার করছে। ৯১ দিন থেকে ১২০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর আপনি পেয়ে যাবেন ৬.৫০ শতাংশ সুদের হার। ১২১ দিন থেকে ১৮৪ দিনের ফিক্সড ডিপোজিটের উপর পাওয়া যাবে ৬.৫০ শতাংশ সুদের হার। ১৮৫ দিন থেকে ২৭০ দিনের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ব্যাংক অফার করছে ৬.৬৫ শতাংশ সুদের হার।

২৭১ দিন থেকে ১ বছরের ফিক্সড ডিপোজিটের (এফডি) উপর ৬.৭৫ শতাংশ সুদের হার অফার করছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ১ বছর থেকে ৩৮৯ দিনের এফডির উপর ৭.২৫ শতাংশ সুদের হার অফার করছে। ৩৯০ দিন থেকে ১৫ মাসের ফিক্সড ডিপোজিটের উপর ৭.২৫ শতাংশ সুদের হার অফার করছে।তারপর যদি ১৫ মাস থেকে ২ বছরের এফডি করা হয়, তার উপর ৭.০৫ শতাংশ সুদের হার অফার করছে ব্যাংক। ২ বছর ১ দিন থেকে ৩ বছরের এফডির উপর ৭.০০ শতাংশ সুদের হার অফার করছে।৩ বছর ১ দিন থেকে ৫ বছরের ফিক্সড ডিপোজিটের উপর ৭.০০ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে। আপনি যদি ৫ বছর ১দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের উপর ৭.০০ শতাংশ সুদের হার অফার করছে।

Advertisements