ICICI Bank UPI Payment: আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর, এবার UPI পরিষেবায় মিলবে বিশেষ সুবিধা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল বেসরকারি ব্যাঙ্ক রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)। এই মুহূর্তে এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা কয়েক কোটি। এবার এই সকল কোটি কোটি গ্রাহকরা UPI পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন বলেই জানিয়ে দেওয়া হল ব্যাঙ্কের তরফে।

UPI পরিসেবা বর্তমানে এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে মানুষের হাতে হাতে এখন তা পৌঁছে গিয়েছে। খুব সহজেই এই পরিষেবা ব্যবহার করে লেনদেন হওয়ার কারণে এমন জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আর এবার আইসিআইসিআই ব্যাঙ্ক ইউপিআই পরিষেবা (ICICI Bank UPI Payment) ব্যবহার করার ক্ষেত্রে নতুন যে সুবিধার কথা ঘোষণা করা হলো তাতে ইউপিআই পরিষেবার জনপ্রিয়তা আরও বাড়বে।

বিশ্বে বহু মানুষ রয়েছেন যারা বিভিন্ন সময় ভারতে এসে থাকেন, আবার ভারতীয়দেরও বিভিন্ন সময় বিদেশে যেতে দেখা যায়। আইসিআইসিআই ব্যাঙ্ক USA, UK, UAE, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, হংকং, ওমান, কাতার এবং সৌদি আরবের মতো ১০টি দেশে পরিষেবা দিয়ে থাকে। এই সকল প্রত্যেক দেশের অ্যাকাউন্ট হোল্ডাররা এবার ভারতে এসে ইউপিআই পরিষেবার মাধ্যমে যে কোন ভারতীয় কিউআর কোড স্ক্যান করে অথবা ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

আরও পড়ুন ? UPI New System: PhonePe, GPay ব্যবহারকারীদের জন্য সুখবর, RBI-এর নয়া পরিকল্পনা গ্রাহকদের দেবে অনেক সুবিধা

যে সকল এনআরআই গ্রাহকরা ভারতের আসেন তারা এবার তাদের আন্তর্জাতিক নম্বর ব্যবহার করেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই পরিষেবার মাধ্যমে লিঙ্ক করে ভারতীয় ইউপিআই আইডি অথবা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা পাবেন। এছাড়াও ইউটিলিটি বিল সহ অন্যান্য সমস্ত ধরনের কাজকর্ম করে নিতে পারবেন। কোনরকম অসুবিধা তাদের হবে না। গ্রাহকদের আইসিআইসিআই ব্যাঙ্ক এই পরিষেবা দেওয়া শুরু করেছে তাদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ‘iMobile Pay’-এর মাধ্যমে।

এক্ষেত্রে ব্যাংকের এই অ্যাপে লগইন করার পর ইউপিআই পেমেন্টস অপশনে ক্লিক করতে হবে। সেখানে নিজের মোবাইল নম্বর যাচাই করতে হবে এবং ম্যানেজ মাই প্রোফাইল অপশনে যেতে হবে। তারপর সেখানে দেওয়া অথবা নিজে থেকে একটি নতুন ইউপিআই আইডি বেছে নিতে হবে। আর এই সকল সামান্য কাজ করা হলেই ইউপিআই পেমেন্ট নিয়ে আর কোন সমস্যা থাকবে না।