ICICI ব্যাঙ্কের গ্রাহকদের জন্য খারাপ খবর, এই নিয়ম না মানলেই বাড়তি খরচ

নিজস্ব প্রতিবেদন : আপনি যদি ভারতের অন্যতম কর্পোরেট ব্যাঙ্ক ICICI ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার একটি খবর জেনে রাখা অত্যন্ত জরুরী। কারণ আগামী ১লা আগস্ট থেকে এই ব্যাঙ্ক তাদের একাধিক নিয়মকানুনে রদবদল করতে চলেছে। এই রদবদলের বিষয়টি জানা না থাকলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন গ্রাহকরা।

ব্যাঙ্কের তরফ থেকে যেসকল নতুন নিয়ম আনা হচ্ছে তাতে জানানো হয়েছে, আগামী আগস্ট মাসের পয়লা তারিখ থেকে মাসে চারবার বিনা খরচে টাকা তোলা যাবে। কিন্তু তারপর টাকা তুলতে হলেই দিতে হবে বিপুল পরিমাণে এক্সট্রা চার্জ। চতুর্থবারের পর অর্থাৎ পঞ্চমবার থেকে টাকা তোলার জন্য বাড়তি খরচ হিসাবে গ্রাহকদের খরচ করতে হবে ১৫০ টাকা। প্রতি অর্থবর্ষে গ্রাহকদের ২৫ পাতার একটি চেকবুক দেওয়া হবে বিনামূল্যে। কিন্তু তারপর চেকবুক নিতে হলে ২০ টাকা করে গুনতে হবে।

যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই ব্যাঙ্কে প্রতিদিন সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং মাসে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক লেনদেন করা যাবে বিনামূল্যে। পরবর্তীতে আর্থিক লেনদেনের জন্য আলাদা চার্জ দিতে হবে। সে ক্ষেত্রে আর্থিক লেনদেন এক লক্ষ টাকা হলে হাজারে ৫ টাকা করে চার্জ করা হবে। নন হোম ব্রাঞ্চের ক্ষেত্রে এই একই নিয়ম বহাল থাকবে। তবে বাড়তি চার্জ হিসাবে দিতে হবে আরও ১৫০ টাকা। থার্ড পার্টি লেনদেনের ক্ষেত্রে ২৫,০০০ টাকার জন্য ১৫০ টাকা চার্জ দিতে হবে গ্রাহকদের। তবে ২৫ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে চার্জ দিতে হবে না।

এটিএমে লেনদেন করার ক্ষেত্রে দেশের ৬টি মেট্রো শহর কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের গ্রাহকরা মাসে ৩টি লেনদেন পাবেন বিনামূল্যে। অন্যান্য জায়গার ক্ষেত্রে মাসে ৫টি লেনদেন করতে দেওয়া হবে বিনামূল্যে। এরপর প্রতিটি আর্থিক লেনদেনের জন্য ২০ টাকা এবং আর্থিক লেনদেন নয় এমন লেনদেনের জন্য ৮ টাকা ৫০ পয়সা করে চার্জ ধরা হবে।