ICICI Bank: অ্যাকাউন্টের টাকা সুরক্ষিত রাখতে ভুলেও ডাউনলোড করবেন না এই অ্যাপ, সতর্ক করল আইসিআইসিআই ব্যাঙ্ক

Prosun Kanti Das

Published on:

Advertisements

ICICI Bank warns customers about online banking: নোটবন্ধীর সময় থেকেই মানুষ ক্যাশ লেনদেনের পরিবর্তে অনলাইন লেনদেনের দিকে বেশি ঝুকেছে। কোভিড পরবর্তী সময়ে তা আরো বৃদ্ধি পেয়েছে। তবে এই ব্যাবস্থার যেমন সুফল রয়েছে, তেমনি এর খারাপ দিকও নেহাত কম নয়। বর্তমানে মানুষ আর্থিক লেনদেন করার জন্য যত অনলাইন পরিষেবার উপর ভরসা রাখছে ঠিক তত প্রতারণার জাল বিস্তার করছে জালিয়াতরা। মাঝে মধ্যেই এমন প্রতারনার খবর সামনে এসে পড়ে। সম্প্রতি এ নিয়েই নিজের গ্রাহকদের সাবধান করেছে আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank)। নিজেদের সমস্ত গ্রাহককে বিশেষত যারা UPI অ্যাপ ব্যবহার করেন তাদেরকে বিশেষভাবে সতর্ক করেছে আইসিআইসিআই ব্যাংক কর্তৃপক্ষ।

Advertisements

ইতিমধ্যেই ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত গ্রাহকদের কাছে একটি বিশেষ ইমেইল পাঠানো হয়েছে। এই ইমেলে বলা হয়েছে সমস্ত গ্রাহকরা যাতে অত্যন্ত সতর্ক থাকেন। কারণ সাইবার প্রতারকরা ইউপিআই অ্যাপকে টার্গেট করছে। মালওয়ার ব্যবহার করে তারা এই প্রতারণার কাজ করতে চাইছে বলে বলা হয়েছে ইমেলে।

Advertisements

আইসিআইসিআই ব্যাংক কর্তৃপক্ষের (ICICI Bank) তরফ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে সাবধানতার কথা বলে আরো জানানো হয়েছে যে সাইবার প্রতারকরা গ্রাহকদের হোয়াটস অ্যাপ নম্বরে একটি লিঙ্ক পাঠাচ্ছে। এরপর প্রতারকরা একটি ইউপিআই রেজিস্ট্রেশন করে ফেলছে কৌশলে। এরপরই টাকা হাতিয়ে নেওয়ার ছক করা হচ্ছে। অনেক গ্রাহকই এই বিষয়টিকে বুঝতে না পেরে প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলছেন।

Advertisements

আরও পড়ুন ? Post Office Savings Schemes: পোস্ট অফিসের ৮টি স্কিম, যেগুলিতে হবে আপনার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত

এই কারণেই আইসিআইসিআই ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে ব্যাংক কখনো কাউকে মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠায় না। কোনো নির্দিষ্ট নম্বরে ফোন করতেও বলে না। কোনো অ্যাপ ডাউনলোড করতেও বলে না। এই বিষয়গুলি নজর রাখার পাশাপাশি গ্রাহকের জন্য কয়েকটি টিপস মেনে চলার নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে বলা হয়েছে নিজের মোবাইল ফোনটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নেওয়ার জন্য। এছাড়াও কখনো অজানা কোন লিংকে ক্লিক করে কোন কিছু ডাউনলোড করে নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়াও কাউকে ওটিপি, পাসওয়ার্ড শেয়ার করতেও নিষেধ করা হয়েছে। শুধু আইসিআইসিআই ব্যাংকের (ICICI Bank) ক্ষেত্রেই নয়, সাইবার প্রতারণার জালে এর আগেও পড়েছেন বিভিন্ন ব্যাংকের গ্রাহকরা। নির্দিষ্ট টিপসগুলি প্রত্যেকেরই মেনে চলা অবশ্যই উচিত।

Advertisements