IDBI ব্যাঙ্কে চলছে নিয়োগ, আবেদনের জন্য হাতে মাত্র কয়েকটা দিন

নিজস্ব প্রতিবেদন : IDBI ব্যাঙ্কের তরফে তাদের ব্যাঙ্কের শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিপ্রার্থীরা এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। মোট ৩৭৩টি শূন্যপদের কথা জানানো হয়েছে। আর এই সকল পদে নিয়োগের আবেদনের জন্য রয়েছে হাতে মাত্র কয়েকটা দিন।

এই সকল পদে নিয়োগের জন্য স্নাতক চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের স্নাতকে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। তপশিলি জাতি ও উপজাতির চাকরিপ্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করার যোগ্য।

এই সকল শূন্য পদে আবেদনের জন্য ১ জুলাই ২০২১ সালের হিসাবে আবেদনকারীর নূন্যতম বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছর। তবে সরকারি চাকরির নিয়ম অনুসারে তপশিলি জাতি ও উপজাতির চাকরিপ্রার্থীরা পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির চাকরি প্রার্থীরা তিন বছরের ছাড় পাবেন।

এই সকল শূন্য পদে নিয়োগের জন্য সাধারণ শ্রেণির চাকরি প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফি লাগবে এবং তপশিলি জাতি ও উপজাতির চাকরিপ্রার্থীদের আবেদন ফি লাগবে ২০০ টাকা।

ইচ্ছুক চাকরিপ্রার্থীরা https://www.idbibank.in ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ দিন হলো ১৮ আগস্ট। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অনলাইনে পরীক্ষা হবে এবং সেখানেই যোগ্যতার নিরিখে প্রার্থী বাছাই করা হবে। এই সকল পদে প্রথমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগ করা হবে। দক্ষতার ভিত্তিতে নিয়োগ চুক্তি দু’বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হবে। তিন বছর পর প্রমোশনের সুযোগ রয়েছে।