এই ভুলটি করলেই দিতে হবে খেসারত! বন্ধ হয়ে যাবে রেশনের ফ্রি চাল ডাল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : যাতে দেশ এবং রাজ্যের প্রতিটি নাগরিক নিজেদের ন্যূনতম চাহিদা হিসাবে খাদ্যশস্য পেয়ে থাকেন তার জন্য রয়েছে রেশন (Ration) ব্যবস্থা। দেশ এবং রাজ্যের মানুষদের কাছে এই রেশন ব্যবস্থা অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হিসেবে পরিগণিত হয়েছে। তবে রেশন ব্যবস্থার ক্ষেত্রে উপভোক্তাদের নানান অভিযোগ রয়েছে আর সেই সকল অভিযোগের দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে সরকারের তরফ থেকে।

রেশন ব্যবস্থায় রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী উপভোক্তারা পরিষেবা পেয়ে থাকেন। কোন কোন উপভোক্তা সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন আবার কোন কোন উপভোক্তা স্বল্পমূল্যে রেশম সামগ্রী পান। যদিও লকডাউন সময় থেকে দেশজুড়ে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে সরকারের তরফ থেকে।

রেশন পরিষেবার মধ্য দিয়ে এত সব সুবিধা প্রদান করা হলেও যদি একটি সামান্য ভুল করা হয় তাহলেই কিন্তু উপভোক্তারা তাদের এই পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন। এমনকি সেই ভুলের কারণে উপভোক্তাদের চরম খেসারত দিতে হবে। সামান্য ভুলটুকু করলেই বন্ধ হয়ে যেতে পারে বিনামূল্যের চাল ডাল।

আসলে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বারংবার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার কথা বলা হচ্ছে। বারংবার এই লিঙ্ক করার ডেট অর্থাৎ অন্তিম সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু তা সত্বেও দেখা যাচ্ছে কোটি কোটি গ্রাহক এখনো পর্যন্ত তাদের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাননি।

রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার জন্য ২০২৩ সালের ৩১ মার্চ শেষ সময়সীমা দেওয়া হয়েছিল। তবে সেই সময়ও যখন দেখা যায় কোটি কোটি উপভোক্তা তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার নেই তখন সরকারের তরফ থেকে এই সময়সীমা বৃদ্ধি করে করা হয় ৩০ জুন ২০২৩। জানা যাচ্ছে এরপরেও যদি উপভোক্তারা তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করান তাহলে তাদের রেশন কার্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। রেশন কার্ড বাতিল হলে ১ জুলাই থেকে আর বিনামূল্যে চাল ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী পাওয়া যাবে না।