বায়োমেট্রিক ম্যাচ না করলেও মিলবে রেশন, পথ বাতলে দিল কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থা (Ration) হল ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা। মূলত প্রতিটি নাগরিকের খাদ্য নিশ্চিত করার জন্য রেশন ব্যবস্থার মধ্য দিয়ে বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়। তবে এই রেশন ব্যবস্থায় নানান ধরনের কারচুপি লক্ষ্য করা গিয়েছে বিগত কয়েক বছরে। আর সেই সকল কারচুপি ঠেকাতে কেন্দ্রের তরফ থেকে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়।

Advertisements

কেন্দ্রের তরফ থেকে করা ব্যবস্থাপনায় রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয় এবং বায়োমেট্রিক পদ্ধতিতে আসল উপভোক্তার হাতে রেশন সামগ্রী তুলে দেওয়ার বন্দোবস্ত করা হয়। কিন্তু এই পদ্ধতিতে অনেক উপভোক্তা রয়েছেন যাদের রেশন পেতে সমস্যা হচ্ছে। তাদের সমস্যা মূলত বায়োমেট্রিক ম্যাচ না করার কারণে। এবার কেন্দ্রের তরফ থেকে বায়োমেট্রিক ম্যাচ না করলেও কিভাবে রেশন সামগ্রী পাবেন তা জানিয়ে দেওয়া হলো।

Advertisements

রাজ্যসভায় নির্দিষ্ট একটি প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্যি নিরঞ্জন জ্যেতি (Sadhvi Niranjan Jyoti) ডিলারদের উদ্দেশ্যে জানিয়ে দেন, কোন পথ অবলম্বন করে বায়োমেট্রিক না মিললেও রেশন সামগ্রী দেওয়া সম্ভব। কেন্দ্রীয় মন্ত্রীর এই পথ দেখিয়ে দেওয়ার ফলে সেই সকল উপভোক্তারা সমস্যা থেকে রেহাই পাবেন যাদের বায়োমেট্রিক ম্যাচ নিয়ে সমস্যা ছিল।

Advertisements

কেন্দ্রীয় মন্ত্রী জানান, যে সকল উপভোক্তারা এই ধরনের সমস্যায় পড়বেন তাদের রেশন দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না। বায়োমেট্রিক ম্যাচ না করলে ঐ সকল গ্রাহকদের আধার কার্ড অথবা আধার নম্বর দেখে রেশন সামগ্রী দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে তাদের তথ্য মিলিয়ে দেখে নিতে হবে রেশন ডিলারকে।

রেশন ব্যবস্থায় বায়োমেট্রিক সমস্যায় কেবলমাত্র বয়স্করা সমস্যার সম্মুখীন হচ্ছেন এমন নয়, এর পাশাপাশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিবাহবিচ্ছিন্না সহ অন্যান্যদেরও। পাশাপাশি বায়োমেট্রিক আপডেট করার ক্ষেত্রেও অনেক সময় সমস্যায় পড়তে হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর নতুন ঘোষণার ফলে এই সকল উপভোক্তারা সমস্যা থেকে মুক্তি পাবেন।

Advertisements