এই ছোট্ট কাজটি করলেই মাসে দ্বিগুণ টিকিট বুক করা যাবে IRCTC-তে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে প্রতিদিন কোটি কোটি মানুষ নিজেদের যাতায়াতের জন্য ট্রেনের উপর নির্ভর করে থাকেন। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা টিকিট বুকিং। বিশেষ করে রিজার্ভেশন সহ দূরপাল্লার ট্রেনে। অন্যদিকে যুগের সাথে তাল মিলিয়ে সম্প্রতি যাত্রীরা অনলাইনে টিকিট বুক করার দিকে সবচেয়ে বেশি ঝুঁকছেন।

Advertisements

অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে প্রত্যেককেই সরাসরি নির্ভরশীল থাকতে হয় IRCTC-র উপর। আবার এই সংস্থা থেকে মাসে নির্দিষ্ট পরিমাণ টিকিট বুকিং করার জন্য নিজেদের অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যদি আগে থেকেই কোন যাত্রীর অ্যাকাউন্ট হয়ে থাকে ছোট্ট একটি কাজ করলে সহজেই মাসে দ্বিগুণ টিকিট বুকিং করা যেতে পারে।

Advertisements

IRCTC তে অ্যাকাউন্ট রয়েছে এমন যাত্রী প্রথমে মাসে ৬টি টিকিট বুক করার সুযোগ পান। কিন্তু অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় বহু যাত্রীর এই ৬টি টিকিটে মাস চলে না। যে কারণে আরও বেশিসংখ্যক টিকিট বুক করার জন্য অন্য কোন অ্যাকাউন্ট তৈরি করতে হয় অথবা অন্য কারোর দ্বারস্থ হতে হয়।

Advertisements

তবে যদি কোনো যাত্রী তার আইআরসিটিসি-র অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নেন তাহলে এই টিকিট বুকিংয়ের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ আইআরসিটিসি-র অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার পর যে কোনো যাত্রী মাসে ১২টি টিকিট বুক করতে পারবেন।

আইআরসিটিসি-র অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো খুব সহজ কাজ। মুহুর্তের মধ্যে এই কাজ করে নেওয়া যেতে পারে। এর জন্য irctc.co.in ওয়েবসাইটে যেতে হবে এবং অ্যাকাউন্টের ডান দিকে একটি অপশন লক্ষ্য করা যাবে Link Your Aadhar নামে। সেখানে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে এবং নিজের নাম ও আধার নম্বর দিতে হবে।

এরপর সাবমিট করলে আপনার আধার নম্বরের সঙ্গে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। যে ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করে দেওয়া হলেই মুহুর্তের মধ্যে আপনার আইআরসিটিসি-র অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে।

Advertisements