Maldives: ভারতীয়দের ছাড়া উপায় নেই! এই কারণে ভাতে মরে যাবে মালদ্বীপ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত রবিবার থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে বয়কট মালদ্বীপ। মালদ্বীপকে (Maldives) এইভাবে বয়কট করার পিছনে যে কারণ রয়েছে তা হল ওই দেশের নেতা মন্ত্রীদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ এবং ভারত বিদ্বেষমূলক মন্তব্য। মালদ্বীপের এমন মন্তব্যের পর ইতিমধ্যেই একটি টুরিস্ট সংস্থা তাদের সমস্ত পর্যটকদের মালদ্বীপ ঘুরতে যাওয়ার টিকিট বাতিল করে দিয়েছে। এছাড়াও দেশের পাশে দাঁড়িয়ে বহু পর্যটক মালদ্বীপ ভুলে ছুটে যাচ্ছেন লাক্ষাদ্বীপ সহ অন্যান্য জায়গায়।

Advertisements

এখন যদি প্রতিটি ভারতীয় এইভাবে পদক্ষেপ নিয়ে থাকেন তাহলে কিন্তু মালদ্বীপের অর্থনীতি আচমকা অনেকটাই ধসে যাবে। মালদ্বীপের অর্থনীতি মাছ সংগ্রহ, শিপিং ইত্যাদির ওপর নির্ভর করলেও সবচেয়ে বড় অংশ নির্ভর করছে পর্যটন শিল্পের উপর। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সারা বছর ধরে মালদ্বীপে আগমন হয় পর্যটকদের। ২০০৭ সালের হিসেব অনুযায়ী মালদ্বীপ প্রতিবছর পর্যটন শিল্পের উপর ভর করে ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে থাকে।

Advertisements

মালদ্বীপে যে সকল দেশ থেকে সবচেয়ে বেশি পর্যটকদের আগমন হয়ে থাকে সেগুলি হল ইউরোপ, চীন, ভারত ইত্যাদি। এখন অনেকেই ভাবতে পারেন ভারত থেকে পর্যটকরা মালদ্বীপ ঘুরতে না গেলে কি আর এসে যায়! কেননা ইউরোপের বিভিন্ন দেশ এবং চীন থেকেও তো বিপুল সংখ্যক পর্যটকরা মালদ্বীপে ঘুরতে আসেন। কিন্তু এমনটা যারা ভাবছেন তারা ভুল করছেন। কেননা ভারত থেকে মালদ্বীপ ঘুরতে যাওয়া পর্যটকদের সংখ্যাটা অনেক বেশি।

Advertisements

আরও পড়ুন ? India vs Maldives: বোঝো ঠ্যালা! মোদিকে অপমান! মালদ্বীপ যাওয়ার সব টিকিট বাতিল করে দিল এই সংস্থা

মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী কেবলমাত্র গত ডিসেম্বর মাসে ভারত থেকে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন ২ লক্ষ ৯ হাজার ১৯৮ জন। এক মাসে এত সংখ্যক পর্যটক কেবলমাত্র ভারত থেকেই ঘুরতে গিয়েছিলেন। গত ডিসেম্বর মাসে রাশিয়া থেকে মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন ২ লক্ষ ৯ হাজার ১৪৬ জন। ওই মাসে চীন থেকে মালদ্বীপ ঘুরতে যাওয়া পর্যটকদের সংখ্যা হল ১ লক্ষ ৮৭ হাজার ১১৮ জন। সুতরাং এই পরিসংখ্যান বলে দেয় মালদ্বীপের কাছে ভারতীয়রা কতটা গুরুত্বপূর্ণ।

শুধু ডিসেম্বর মাসে নয়, মোটামুটি সারা বছরই ভারতীয় পর্যটকদের ব্যাপক ভিড় দেখা যায় মালদ্বীপে। মালদ্বীপ ভারতীয় পর্যটকদের কাছে জনপ্রিয় একটি টুরিস্ট প্লেস। কিন্তু সাম্প্রতিককালে দুই দেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যদি সমস্ত ভারতীয় পর্যটকরা মালদ্বীপ ঘুরতে যাওয়া বাতিল করে দেন তাহলে কিভাবে ওই দেশের অর্থনীতি ভেঙে পড়বে বোঝায় যায়। ভারতীয় পর্যটকদের এক সিদ্ধান্তে মালদ্বীপের শত শত মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হতে পারে।

Advertisements