Next CM of WB: মমতা প্রধানমন্ত্রী হলে কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী! কার ঘাড়ে যাবে দায়িত্ব

নিজস্ব প্রতিবেদন : লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে বলাই বাহুল্য। ২০২৪ সালের এই লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) জন্য ইতিমধ্যেই দেশের শাসক দল বিজেপি রাজ্যে রাজ্যে নিজেদের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করছে। অন্যদিকে বিরোধী দলগুলিও জোট বেঁধে ইন্ডিয়া জোটের মাধ্যমে কিভাবে লড়াইয়ে নামবে তার ছক করছে। ইন্ডিয়া জোট ঠিকঠাক ভাবে নিজেদের প্রার্থী সাজাতে পারলে শাসক দল বিজেপিকে ভালো রকম বেগ পেতে হবে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

তবে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলের মানুষদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দেখতে চাইছে। এখানেই পেকেছে জট। অন্যান্য দলের মতো বাংলার শাসক দল তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দেখতে চাইছেন।

এক্ষেত্রে যদি ধরে নেওয়া যায়, আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয় এবং জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়া হয়, তাহলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বড় দায়িত্ব কার ঘাড়ে যাবে? রাজ্যের মানুষদের মধ্যে এই কৌতূহল এখন চরমে।

আরও পড়ুন 👉 আর কতদিন মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়! কবে শেষ হচ্ছে তার মেয়াদ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হন সেক্ষেত্রে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে বিভিন্ন দিক থেকে ইঙ্গিত পাওয়া যায় তাতে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামই উঠে আসে। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দোপাধ্যায়ের অবর্তমানে দলের বড় বড় দায়িত্ব সামলাচ্ছেন। যুবরাজ হিসাবে তাকে পঞ্চায়েত নির্বাচনের আগে গোটা রাজ্য চষে বেড়াতে দেখা গিয়েছে। এছাড়াও বিভিন্ন সময় দলের সেকেন্ড এন কমান্ড হিসেবে দল পরিচালনা করতে দেখা গিয়েছে। এমনকি দলের একাধিক নেতা নেত্রীদের মুখ থেকেও বার বার অভিষেক ব্যানার্জীর নাম সামনে আসতে লক্ষ্য করা গিয়েছে।

তবে অভিষেক ব্যানার্জি যদি পরবর্তী মুখ্যমন্ত্রী হয়েও যান তাহলে তৃণমূলের বিরুদ্ধে বার বার বিজেপি এবং বিরোধীরা যে অভিযোগ তুলে থাকে অর্থাৎ তৃণমূল ব্যক্তিতান্ত্রিক দল তা একপ্রকার প্রমাণ হয়ে যাবে। এক্ষেত্রে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে চেয়ারে নাও বসতে পারেন। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, তৃণমূল যে ব্যক্তিতান্ত্রিক দল নয় তা প্রমাণ করার জন্য অন্য কাউকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হতে পারে। আর তা যদি হয় তাহলে তালিকায় কিন্তু অনেকের নাম রয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, অন্য কোন ক্ষেত্র থেকে উঠে আসা জনপ্রিয় কোন মুখকে বেছে নেওয়া হতে পারে মুখ্যমন্ত্রীর জন্য। আবার দলের মধ্যে থেকেও কাউকে বেছে নিতে পারে দল। সে ক্ষেত্রে জায়গা পেতে পারেন মমতার ক্যাবিনেটের একাধিক দপ্তরের দায়িত্ব সামলানো দক্ষ মন্ত্রীদের মধ্যে কেউ।