এখনও হয়নি Pan-Aadhaar লিঙ্ক! আটকে যাবে এই ১০টি কাজ

দেশের নাগরিকদের যে কোনও ধরনের PAN Card অত্যন্ত জরুরি একটি নথি। এখন সেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক করাটাও বাধ্যতামূলক করেছে দেশের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। যাঁরা Aadhaar-Pan Link এখনো করেননি তাঁদের এবার একাধিক সমস্যায় পড়তে হবে। এছাড়া আপনার প্যান কার্ড (PAN Card) বাতিলও হয়ে যেতে পারে।

২০২২ সালে CBDT-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, যথাসময়ে যাঁরা PAN-Aadhaar লিঙ্ক করতে ব্যর্থ হবেন, তাঁদের কাছ থেকে ৫০০ টাকা লেট ফাইন নেওয়া হবে। পরবর্তীতে সেই ডেডলাইন পিছিনে ৩০ জুন, ২০২২ করা হয়।

তখনই কেন্দ্রের এই বিশেষ দফতরটি জানিয়েছিল যে, এই সময়কালের মধ্যে প্যান-আধার সংযুক্তিকরণ না করলে লেট ফাইন হিসেবে ১০০০ টাকা নেওয়া হবে। তখনও দেখা যায়, বহু মানুষ এই দুটি জরুরি পরিচয়পত্র লিঙ্ক করেননি। ফলে, জরিমানার অঙ্ক থেকে নাগরিকদের অব্যহতি দিয়ে তার ডেডলাইন ৩১ মার্চ, ২০২৩ করা হয়। অবশ্য এখন এই সময়সীমা ৩০ জুন অব্দি বর্ধিত করা হয়েছে।

আধার প্যান কার্ড লিঙ্ক না করলে সাধারণ মানুষ যে সমস্যার মুখোমুখি হবেন সেগুলি হলো

১) ব্যাঙ্ক প্যান কার্ড ছাড়া গ্রাহকদের ক্রেডিট ও ডেবিট কার্ড (Credit card – Debit card) ইস্যু করবে না।

২) প্যান কার্ড ছাড়া হোটেল বুকিং, রেস্তোরাঁ, ব্যাঙ্কোয়েট হল বুকিং- এ ৫০,০০০ টাকার বেশি পেমেন্ট করতে পারবেন না।

৩) প্যান কার্ড ছাড়া ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনতে পারবেন না৷

৪) প্যান কার্ড ছাড়া আপনি শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে ট্রেডিং (Treding) ও ডিম্যাট অ্যাকাউন্ট (Demat Account) খুলতে পারবেন না।

৫) ৫০,০০০ টাকার বেশি বিমা কভারেজ প্যান কার্ড ছাড়া পাওয়া যাবে না।

৬) আধার প্যান লিঙ্ক না করার ক্ষেত্রে প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে। সেই পরিস্থিতিতে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না।

৭) লিঙ্ক না হলে আপনাকে আরও TDS দিতে হবে। ব্যাঙ্ক আপনার ১০ এর পরিবর্তে ২০ শতাংশ টিডিএস চার্জ করবে।

৮) PAN নিষ্ক্রিয় থাকলে ITR-এর সুদের হারের সুবিধা পাওয়া যাবে না।

৯) প্যান কার্ড ছাড়া আপনি একটি টু-হুইলার ছাড়া অন্য কোনও যানবাহন কিনতে পারবেন না।

১০) প্যান কার্ড নিষ্ক্রিয় হলে আপনি ৫০,০০০ টাকার বেশি লেনদেন করতে পারবেন না।