আপনার নামে ভুল করে ই-চালান এলে কি করবেন, ধাপে ধাপে দেখে নিন পুরো পদ্ধতি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : যানবাহন চালানোর ক্ষেত্রে অথবা যানবাহন নিয়ে বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে প্রতিটি মানুষকেই ট্রাফিক নিয়ম (Traffic Rules) মানতে হয়। এই নিয়ম না মানা হলে মোটর ভেহিকেল অ্যাক্ট (Motor Vehicle Act) অনুযায়ী মোটা অংকের টাকা জরিমানা স্বরূপ গুনতে হয় গাড়ির চালক অথবা মালিককে। ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে গাড়ি চালানোর ক্ষেত্রে এখন আবার এসেছে ই-চালান (E-Challan)।

আগে সামনে ট্রাফিক পুলিশ দেখে অন্য রাস্তা ধরে পালিয়ে গিয়ে মোটরবাইক অথবা গাড়িচালকরা নিস্তার পেয়ে যেতেন। কিন্তু এখন ই-চালান ব্যবস্থা আসার পর গাড়ির ছবি এবং নম্বর প্লেটের ছবি তুলে মোবাইলে মেসেজ পাঠানো হয়ে থাকে আইন লঙ্ঘনের বিষয়ে। সুতরাং ই-চালান পদ্ধতি আসার পর ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে নিস্তারের উপায় নেই।

তবে এই ই-চালান পাঠানোর ক্ষেত্রে এমনত হতে পারে, যে আপনাকে পাঠানো ই-চালান ভুল। এমন ঘটনার সম্মুখীন হলে কি করবেন? নিরুপায় হয়ে ফাইন ভরবেন নাকি, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। ফাইন দিয়ে দেওয়া খুব সহজ বিষয়, তবে এই রকম ভুল হলে তার বিষয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উপায় রয়েছে। সুতরাং নিরুপায় হয়ে ফাইন ভরার প্রয়োজন নেই যদি আপনি নির্দোষ হয়ে থাকেন।

ভুল ই-চালানের বিরুদ্ধে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রথমেই যেতে হবে কেন্দ্রীয় সরকারের সড়ক ও পরিবহণ দফতরের এই ওয়েবসাইটে echallan.parivahan.gov.in/gsticket/ ওয়েবসাইটে।

এই ওয়েবসাইটে লগইন করার পর একটি ডায়লগ বক্স থাকবে। যেখানে নিজের নাম, ফোন নম্বর, ইমেইল, চালান নম্বর, ভেহিকেল বা ড্রাইভিং লাইসেন্স নম্বর, চালান কোন রাজ্যের, চালান কোন এলাকার, চালান ইস্যু করার কারণ এবং আপনার ই-চালান কেন ভুল তা লিখে পাঠাতে হবে। এর পাশাপাশি একটি ছবি তুলে পাঠাতে হবে চালানের। তারপর তা সাবমিট করে দিতে হবে। অভিযোগ জানানোর পর তা সংশ্লিষ্ট ট্রাফিক অফিসে পাঠানো হবে এবং যদি আপনার দাবি সত্য হয় তাহলে ই-চালান বাতিল করা হবে।