Google Pay Cashback Offer: খুব সহজেই মিলবে ১২৫০ টাকা, গুগল পে দিচ্ছে আয়ের বড় সুযোগ

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you can do this simple task, you will get rupees 1250 Cashback Offer on Google Pay: বর্তমানে অর্থ লেনদেনের জন্য আর দীর্ঘক্ষণ কাটাতে হয় না ব্যাঙ্কে। দেশে চালু হয়েছে অনলাইন ব্যবস্থা। UPI অ্যাপের মাধ্যমে সহজেই আর্থিক লেনদেন সম্পন্ন হচ্ছে। আর সেই ইউপিআই অ্যাপগুলি গ্রাহকদের রাশ টানতে আনছে দারুন দারুন অফার। সম্প্রতি গ্রাহকদের জন্য দারুন সুযোগ আনল গুগল পে। যে অফার গ্রহণ করলে খুব সহজেই ১২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক (Google Pay Cashback Offer) পেতে পারেন গ্রাহকরা। তবে এই অফার পেতে গেলে কিছু পদ্ধতি জানতে হবে। যা আজকের এই প্রবন্ধে বিস্তারিত ভাবে জানানো হয়েছে।

Advertisements

মূলত একটি খেলার মাধ্যমে এই অফার প্রদান করেছে গুগল পে সংস্থা। সেই খেলাকে কেন্দ্র করে ক্যাশব্যাক জিতে নিতে পারবেন গ্রাহকরা। কি খেলা? প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে সারা দেশ জুড়ে চলছে আইপিএল খেলা। সেই আইপিএল খেলাকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য এই অফার (Google Pay Cashback Offer) প্রদান করছে Google Pay। অর্থাৎ গুগল পে-এর এই আইপিএল খেলায় যে যত ছক্কা মারতে পারবে সে তত বেশি ক্যাশব্যাক পেতে পারবেন। যে খেলাটি স্পন্সর করছে My 11 Circle, Rummy Circle ইত্যাদি ফ্যান্টাসি অ্যাপগুলি।

Advertisements

তবে গুগল পে এই অফার দীর্ঘ সময়ের জন্য প্রদান করছে না। এর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। গুগল পে সংস্থার এই আইপিএল গেমের অফারটি চলবে ২২শে মার্চ ২০২৪ থেকে ২৭ জুন ২০২৪ পর্যন্ত। এই সময়ের মধ্যে এই অফার গ্রহণ করে যে বেশি ছক্কা মারতে পারবে তারই অ্যাকাউন্টে ঢুকবে অধিক টাকা। কিভাবে খেলতে হবে? ছক্কা অনুযায়ী কত টাকা করেই বা পাওয়া যাবে? নিম্নে স্টেপ বাই স্টেপ বোঝানো হলো।

Advertisements

আরও পড়ুন ? UPI New System: PhonePe, GPay ব্যবহারকারীদের জন্য সুখবর, RBI-এর নয়া পরিকল্পনা গ্রাহকদের দেবে অনেক সুবিধা

অফার গ্রহণ করার পদ্ধতি: Google Pay-এর এই ক্যাশব্যাক অফার পেতে গেলে প্রথমে গুগল পে অপশনে গিয়ে ‘Offers and Rewards’ সেকশনে পৌঁছাতে হবে। সেই স্থানে গিয়ে ‘TEZ Shots’ অপশনে ক্লিক করে দেখতে পাবেন ব্যাট ও বলের ছবি। তারপর স্ক্রিনে আসা ‘Play Now’ এবং ‘Challenge Friends’ দুটি অপশনের মধ্যে প্রথম অপশনে ক্লিক করলেই শুরু হয়ে যাবে ম্যাচ। যত বেশি ছক্কা মারবেন তত বেশি ক্যাশব্যাক। পরিবর্তে কোনো বন্ধুর সাথে যদি এই গেম খেলতে চান তাহলে দ্বিতীয় অপশনটি ক্লিক করে হোয়াটসঅ্যাপে সেই লিংক বন্ধুকে পাঠাতে পারেন। তবে এক্ষেত্রে দুজনের মধ্যে যে বেশি ছক্কা মারতে পারবেন সেই আয়ের সুযোগ পাবে।

এবার জেনে নেওয়া যাক পুরস্কার দেওয়ার পদ্ধতি। উল্লেখ্য বিষয়, এই খেলায় ছক্কা অনুযায়ী ক্যাশব্যাক দেওয়া হবে গ্রাহককে। তবে ম্যাচ আউট হলে হবে না। ম্যাচ চলাকালীন নির্দিষ্ট ছক্কা মারতে হবে। যেমন আউট না হয়ে একটি ম্যাচে ৬টি ছক্কা মারলে পাওয়া যাবে ৫০ টাকা ক্যাশব্যাক (Google Pay Cashback Offer)। ক্যাশব্যাক পাওয়া যাবে ম্যাচে একটানা ২০টা ছক্কা মারলে। পেয়ে যেতে পারেন ৬০০ টাকা ক্যাশব্যাক, যদি কোনো বন্ধুর সাথে চ্যালেঞ্জ করে বেশি স্কোর করতে পারেন। এইভাবে স্কোর করলে সপ্তাহান্তে একটি স্কোর বোর্ড প্রকাশ করা হবে। সেই তালিকা অনুযায়ী ১০০০ জনকে দেওয়া হবে ৫০০ টাকা। ফলস্বরূপ কেউ যদি উপরে উল্লেখিত চারটি ক্যাশব্যাক পেতে পারেন তাহলে তার মোট আয় দাঁড়াবে ১২৫০ টাকা।

Advertisements