Fine on bike modification: বাইকে এই ৫টি চেঞ্জ করলেই কোনো ছাড় নেই! দিতে হবে মোটা টাকার জরিমানা

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you do these five things on a bike, you will have to pay a fine on bike modification: নিজের সাদামাটা কমিউটার মোটরসাইকেলটিকে পরিবর্তন করে ড্যাশিং স্পোর্টস বাইক করতে সবাই পছন্দ করে। যা খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। আজকাল তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা অতিরিক্ত মাত্রায় দেখা যায়। তবে বাইকের এই আমল ভোল বদল আদৌ কতটা আইনের পক্ষে তা কি কেউ জানে? মেকানিক এর কাছে বাইকের পরিবর্তনের আগে অবশ্যই কিছু জরুরি নিয়ম জেনে নিতে হবে না হলে কিন্তু দিতে হবে মোটা অংকের জরিমানা (Fine on bike modification)। বাইকের মডিফিকেশন করলে তা দেখতে সুন্দর লাগতে পারে কিন্তু পারফরমেন্সের দিক থেকে অনেকটাই নিচে নেমে যায়। তাহলে সর্বপ্রথমে জেনে নিতে হবে বাইকের সঙ্গে কী কী কেরামতি করা উচিত নয়?

Advertisements

আপনারা অনেকেই শুনে থাকবেন কিছু বাইকের এক্সহস্ট থেকে জোরে আওয়াজ হয়। আসলে বাইকের উচ্চ পারফরম্যান্স এবং ইঞ্জিনের জন্য অনেক সময় এমনটা হয়। কিন্তু কিছু কম সিসির বাইক আছে যার এক্সহস্ট দিয়ে কান ফাটানো আওয়াজ বের হয়। বহু টাকা খরচ করে মানুষ এই আওয়াজ আনার চেষ্টা করে। কিন্তু আপাতদৃষ্টিতে ভালো লাগলেও এটি বাইকের প্রচণ্ড ক্ষতি করে। পুলিশের নজরে একবার পড়ে গেলে চালককে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে (Fine on bike modification)।

Advertisements

বহু বাইক চালক আছেন যারা নিজেদের বাইককে দেখতে সুন্দর লাগার জন্য চওড়া টায়ার এবং অ্যালয় ফিট করেন। আপনাদের অবশ্যই জানা দরকার যে, কম সিসি বা ক্ষমতাসম্পন্ন বাইকে এই ধরণের পরিবর্তন নিয়মবিরুদ্ধ। এতে যথেষ্ট চাপ পড়ে ইঞ্জিনের উপর এমনকি মাইলেজও কমে যেতে পারে। পুলিশের নজরে যদি বাইকের এমন অসামঞ্জস্যতা আসে তাহলে জরিমানা (Fine on bike modification) অবশ্যই দিতে হবে।

Advertisements

এছাড়া পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে যদি আপনি আপনার বাইকের ইঞ্জিন এবং অ্যালয় হুইল মডিফাই করেন। RTO নিয়মাবলী অনুযায়ী বাইকের মডিফিকেশন এর সময় আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে। এমনকি আরতি ওর কাছে সে বিষয়ে নথিপত্র জমাও দিতে হয়।

আপনি যদি আপনার মোটরসাইকেলে LED হ্যালোজেন হেডল্যান্ড লাগান তাহলে অবশ্যই আপনাকে জরিমানা দিতে হবে। মোটরসাইকেল কোম্পানিগুলো এরকম কোন সুবিধা দেয় না কিন্তু বাইক চালকরা মেকানিকের কাছে নিয়ে গিয়ে এরকম মডিফিকেশন করে থাকে। নিজের দুই চাকাতে যদি এরকম উজ্জ্বল লাইট লাগান তাহলে অবশ্যই হাজার টাকা জরিমানা দিতে হবে। এই ধরনের এলইডি লাইট বাইকের ব্যাটারির পক্ষে খুবই ক্ষতিকর।

Advertisements