বিকাল ৫টা থেকে লকডাউন, না মানলে পড়তে হবে কড়া শাস্তির মুখে

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরে ভারতে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে তা রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্র তথা রাজ্যগুলির। আর এই মুহূর্তে সেই সংক্রমণকে ঠেকাতে সিদ্ধান্ত নেওয়া হয় লকডাউনের। দেশের ৮০ টি শহরের পাশাপাশি আমাদের রাজ্যেও সোমবার বিকেল ৫টা থেকে ২৭শে মার্চ পর্যন্ত শুরু হচ্ছে লকডাউন। আর এই লকডাউনের ঘোষণার পাশাপাশি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, লকডাউনের নিয়ম ভাঙ্গা আইনত দণ্ডনীয় অপরাধ। আর এই অপরাধ করলে শাস্তি অনিবার্য। তবে কি শাস্তি হতে পারে?

আইন অনুযায়ী, লকডাউনের এই নীতি কেউ অমান্য করলে অথবা জোরপূর্বক মানতে না চাইলে তার বিরুদ্ধে ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ এই চারটি ধারায় মামলা রুজু হবে। সরকারি নির্দেশিকা না মানার জন্য ১৮৮ ধারা। সংক্রামক ব্যাধি ছড়ানোর জন্য ২৬৯ ধারা, যে ধারা জামিন অযোগ্য। এছাড়াও এই একই অপরাধের জন্য ২৭০ ধারাও প্রয়োগ করা হতে পারে, যাও কিনা জামিন অযোগ্য। পাশাপাশি এই ধারা অনুযায়ী দুই বছর পর্যন্ত জেলও হতে পারে। আর কোয়ারেন্টাইনের যে নির্দেশিকা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যাদের উপর দেওয়া হচ্ছে, তারা যদি সেই কোয়ারেন্টাইনের নির্দেশিকা অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে ২৭১ ধারা লাগু হবে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে প্রতিমুহূর্তে ভয়াবহ আকার ধারণ করছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্বজুড়ে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩১ হাজার ২৩৪, মৃতের সংখ্যা ১৪ হাজার ৪৭৬। ভারতের সংক্রমনের সংখ্যা ৪২৫, মৃতের সংখ্যা ৮। আর এমতো অবস্থায় সাধারণ মানুষেরও কর্তব্য সরকারি নির্দেশিকা পালন করে চলা। লকডাউন নির্দেশিকা মেনে যতটা সম্ভব নিজেকে গুটিয়ে ফেলুন। আর যদি এই লকডাউন নীতি না মানা হয় তাহলে ইতালির থেকেও ভারতের পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে।