বাজারে ‘মাস্ক’ অমিল, ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই বানিয়ে নিন

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাসের ত্রাস গ্রাস করেছে বিশ্বকে। ভারতেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের প্রকোপ। সোমবার ভারতের মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১১৫। যদিও নতুন করে কোনো মৃত্যুর খবর। এখনো পর্যন্ত ভারতে করোনাভাইরাসে মৃত ব্যক্তির সংখ্যা ২। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাজার থেকে উধাও মাস্ক ও স্যানিটাইজার। কোথাও কোথাও আবার এই দুটি প্রয়োজনীয় দ্রব্য নিয়ে কালোবাজারির অভিযোগ উঠছে। তবে পুলিশ প্রশাসন তৎপর কালোবাজারির রুখতে। কিন্তু এই বিপদের সময় যদি আপনি বাজারে মাস্ক না পান তাহলে কি করবেন? বাড়িতে বসে সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে প্রয়োজনীয় মাস্ক।

মাস্কের ঘাটতি মেটাতে ঘরে বসে মাস্ক বানানোর এমন নানান ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তুলে ধরেছেন ভারতের প্রথম সারির একজন অন্যতম উদ্যোগপতি আনন্দ মাহিন্দ্রা। এছাড়াও আরও কতকগুলি ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। আর যখন বাজারে মাস্ক ও স্যানিটাইজার অমিল তখন এই ভিডিওগুলি সাধারণ মানুষের অনেক উপকারে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়াও ভিডিওগুলির মাধ্যমে যেভাবে মাস্ক তৈরি করার পদ্ধতি দেখানো হয়েছে তাতে তা খুবই অল্প খরচের বলেও দাবি করা হচ্ছে।

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করার পাশাপাশি লিখেছেন, “আমার মনে হয়, এরপর আর মাস্ক নিয়ে কোনও সঙ্কট থাকবে না। জোগাড় করে কাজ চালাতে ভারতীয়রা ওস্তাদ!”

মাস্ক তৈরি করা নিয়ে প্রত্যেকটি ভিডিওতে দেখা গিয়েছে, সাধারণ মানুষের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে ফেস মাস্ক। টিস্যু পেপার, রাবার ব্যান্ড ও স্টেপলার দিয়ে সহজেই কয়েক মিনিটের মধ্যেই তৈরি করে ফেলা হচ্ছে ফেস মাস্ক।

আর এই প্রত্যেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে প্রচার পাচ্ছে।