Optical Illusion: বড় একটি ভুল রয়েছে ছবিতে! কেবল জিনিয়াসরাই ধরতে পারবেন

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যত দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় শুয়ে পড়ছে অপটিক্যাল ইলিউশনের সব ছবি। যে সকল ছবিগুলির মধ্যে রীতিমত সোশ্যাল মিডিয়ার নাগরিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জিনিস খুঁজে বের করার জন্য। খুঁজে বের করার ক্ষেত্রে সে কোন সংখ্যা হতে পারে অথবা কোন শব্দ বা কোন ভুল ত্রুটি।

Advertisements

সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে এই সকল অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই সকল অপটিক্যাল ইলিউশনের মধ্য দিয়ে যেমন অনেকটা সময় অতিবাহিত করতে পারছেন নেট নাগরিকরা ঠিক সেই রকমই আবার এর মধ্যে নিজেদের বুদ্ধি এবং দৃষ্টি শক্তি ও চেখে নেওয়া যাচ্ছে। ঠিক সেই রকমই একটি অপটিক্যাল ইলিউশন এই প্রতিবেদনে আপনার আইকিউ লেভেল পরীক্ষা করে নিতে পারে।

Advertisements

অপটিক্যাল ইলিউশনের যে ছবিটি আমরা আমাদের এই প্রতিবেদনে নিয়ে এসেছি সেই ছবিটিতে দেখা যাচ্ছে, এক মা তার তিন সন্তানকে ক্লাসে দুধ খেতে দিচ্ছেন। ছবিতে আরও দেখা যাচ্ছে, তিন সন্তান ডাইনিং টেবিলের সামনে বসে রয়েছেন আর তার পাশে বসে রয়েছে একটি কুকুর। ছবিটিতে আপাত দৃষ্টিতে সবকিছু ঠিকঠাক লাগলেও একটি বড় ভুল রয়েছে। যারা জিনিয়াস তারাই ওই বড় ভুল খুজে বের করতে পারবেন।

Advertisements

দাবি অনুযায়ী এই ছবিতে থাকা ভুল বের করা যেমন সহজ নয় ঠিক সেই রকমই আবার অসম্ভবও নয়। তবে বেশিরভাগ মানুষ এই ছবিতে থাকা ভুল খুঁজে বের করতে ব্যর্থ হয়েছেন এবং তারা ঘষতে ঘষতে শেষ পর্যন্ত ভুল খুঁজে বের করার প্রচেষ্টা ছেড়ে দিয়েছেন। তবে যারা নিয়মিত এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে থাকেন তাদের কাছে ভুল খুঁজে বের করা অনেক সহজ। অনেকের কাছেই আবার এই ভুল খুজে বের করা বাঁ হাতের খেল।

If you geniuses-then-spot-a-big-mistake-in-this-picture

এখন আপনি যদি সেই ভুল খুঁজে না পান তাহলে আপনাকে বলে দিতে হবে ছবির মধ্যে ভুল কোথায়। ছবিটি খুব ভালোভাবে লক্ষ্য করুন। লক্ষ্য করলে দেখা যাবে ছবির মধ্যে চেয়ার, টেবিল, পাশে থাকা কুকুর, সন্তান, গ্লাস সবকিছু ঠিকঠাক রয়েছে। কিন্তু ভুল রয়েছে কেবলমাত্র একটি জায়গাতেই আর সেটি হল এই ছবির মূল বিষয়বস্তু। সেটি হলো যে জগে করে ওই মা তার সন্তানদের জন্য গ্লাসে দুধ ঢালছেন সেই জগে দুধই নেই।

Advertisements