নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন বিশ্বজুড়ে বাড়ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। সোশ্যাল মিডিয়ার এমন জনপ্রিয়তার ফলে বিভিন্ন সংস্থা নতুন নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপও বাজারের লঞ্চ করছে। তবে আবার অনেকের কাছেই সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত রিলস, ভিডিও, ছবি ইত্যাদি দেখতে দেখতে তিতিবিরক্ত হয়ে পড়ছেন। সেই সকল তিতিবিরক্ত হয়ে পড়া মানুষদের কাছে আবার নতুন আকর্ষণ অপটিক্যাল ইলিউশন (Optical illusion)।
সম্প্রতি লক্ষ্য করলে দেখা যাবে অপটিক্যাল ইলিউশন ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। বিভিন্ন ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং সেগুলি থেকে খুঁজে বের করতে বলা হচ্ছে নানান বিষয়বস্তু। কোন কোন ছবিতে দেখা যাচ্ছে, একই রকম প্রচুর সংখ্যার মধ্যে আলাদা একটি সংখ্যা খুঁজে বের করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হচ্ছে। আবার কোন কোন ছবিতে একই রকম শব্দের মধ্যেও থেকে অন্য শব্দ খুঁজে বের করার চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। একইভাবে ছবির মধ্যে থাকা ভুল সহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নেটিজেনদের উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছেন প্রতিবেদন নির্মাতারা।
এই ধরনের চ্যালেঞ্জ নিতে নিতে এমন কিছু নেটিজেন রয়েছেন যারা এক নিমেষে চ্যালেঞ্জ অনুযায়ী জিনিসটি খুঁজে বের করতে সক্ষম হচ্ছেন। আবার অনেকেই রয়েছেন যারা অনেক সময় পার করে দিলেও খুঁজে পাচ্ছেন না। তবে এই চ্যালেঞ্জ গ্রহণ করা এমন কিছু কঠিনও নয়। ঠিক সেই রকমই নতুন এই চ্যালেঞ্জে বলা হয়েছে একগুচ্ছ VOTE শব্দের মধ্যে লুকিয়ে থাকা একটি মাত্র NOTE শব্দটি খুঁজে বের করতে হবে।
NOTE শব্দটি খুঁজে বের করার জন্য সময় দেওয়া হয়েছে ১২ সেকেন্ড। ১২ সেকেন্ডের মধ্যে এই চ্যালেঞ্জ পূরণ করা যেমন খুব সহজ নয় ঠিক সেই রকমই আবার কঠিনও নয়। অনেকেই রয়েছেন যারা গল্প করতে করতেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই NOTE শব্দটি খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। যারা খুঁজে বের করতে সক্ষম হয়েছেন তাদের অভিনন্দন। তবে যারা খুঁজে বের করতে সক্ষম হননি তাদের এই প্রতিবেদনে সঠিক উত্তর বলে দেওয়া হবে এবং তারা পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যেই চ্যালেঞ্জ পূরণ করবেন এমনটাই আশা করা হচ্ছে।
ছবিতে থাকা একগুচ্ছ VOTE শব্দের মধ্যে NOTE শব্দটি লুকিয়ে রয়েছে ছবির একেবারে মধ্যভাগে। ভালো করে নজর রাখলে দেখতে পাবেন, পাঁচ নম্বর সারিতে লুকিয়ে রয়েছে NOTE শব্দটি। এখনো যদি খুঁজে না পান তাহলে যে উত্তর বলে দেওয়া হচ্ছে তার সঙ্গে মিলিয়ে নিন। ছবির পাঁচ নম্বর সারির উপর থেকে ৫ নম্বর শব্দটি হল NOTE।