ক্রেডিট কার্ডের বিল মেটাতে ভুলে গিয়েছেন! কী রয়েছে RBI-এর নিয়ম

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আর্থিক লেনদেনের ক্ষেত্রে এখন অধিকাংশ মানুষ ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁটছেন। ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার ফলে তৎক্ষণাৎ লেনদেন হওয়ার পাশাপাশি বাড়ছে বিভিন্ন ইউপিআই অ্যাপের ব্যবহার। ইউপিআই অ্যাপের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি বাড়ছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ব্যবহার।

দেশের যেকোনো নাগরিকদের কাছে ক্রেডিট কার্ড খুবই সুবিধাজনক একটি কার্ড। কারণ টাকা পয়সা না থাকলেও ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন করা যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা শোধ করে দিতে হয়। আবার টাকা শোধ করার ক্ষেত্রে ব্যবহারকারীরা চাইলে ইএমআই করতেও পারেন। এই সকল সুবিধার পাশাপাশি যদি কেউ নির্দিষ্ট সময়ে টাকা শোধ করতে ভুলে যান তাহলে তাকে কিন্তু অসুবিধায় পড়তে হয়। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কি কি নিয়ম রয়েছে? তা জেনে নেওয়া যাক।

নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা শোধ করা না হলে ব্যবহারকারীর সিবিল স্কোর কমে যায় এবং লেট ফি সহ টাকা জমা দিতে হয়। আবার এক্ষেত্রেও বাঁচার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নিয়ম জারি করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, ডিউ ডেট পেরিয়ে যাওয়ার পর তিন দিনের মধ্যে যদি গ্রাহকরা তাদের টাকা শোধ করে দেন তাহলে কোন বাড়তি চার্জ দিতে হবে না। তবে তার থেকেও যদি বেশি দেরি করা হয় তাহলে বাড়তি চার্জ সহ টাকা ফেরত দিতে হবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা past due ক্লেম করতে পারেন। এর পরিপ্রেক্ষিতে লেট ফি অনুযায়ী যে চার্জ ধার্য করা হয় তা ধার্য করা হবে এবং সেই টাকা দিয়ে ক্রেডিট কার্ডের বকেয়া টাকা মেটানো যেতে পারে।

নিয়ম অনুযায়ী ডিউ ডেটের তিন দিনের পরেও যদি ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা তাদের বকেয়া টাকা জমা না করেন তাহলে যত দিন দেরি হবে সেই হিসাবে বকেয়া টাকার উপর চার্জ বসানো হবে।