Advertisements

Toll plaza: ১০ সেকেন্ড দেরী হলেই লাগবে না টোল! ৯৯% মানুষই জানেন না এই নিয়ম

Prosun Kanti Das

Published on:

If you stand for more than 10 seconds at the toll plaza, the toll will be waived: দূরের যাত্রার ক্ষেত্রে টোল প্লাজায় (Toll plaza), দীর্ঘক্ষণ অপেক্ষা করার অভিজ্ঞতা আশা করি আমাদের সবারই আছে। বহু বছর আগেও গাড়ির দীর্ঘ লাইন দেখা যেত কিন্তু এখন পরিস্থিতির অনেকটা পরিবর্তন ঘটেছে। গাড়ি দাঁড়িয়ে থাকলে যাত্রী এবং চালক উভয়কেই অপেক্ষা করতে হয় অনেকক্ষণ, যা সত্যিই এক প্রকার ভোগান্তি। তবে নাগরিকদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার আনল ফাস্ট্যাগ সিস্টেম। এরফলে টোল প্লাজায় আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না চালকদের। টোল প্লাজায় ভিড় অনেক কমে যায় আগের থেকে। পাশাপাশি টোল ট্যাক্স সংগ্রহ অনেকাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisements

২০২১ সালে টোল প্লাজার (Toll plaza) এই পরিষেবা যাতে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য মে মাসে নির্দিষ্ট নির্দেশকা জারি করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। কি বলা হয়েছে এই নির্দেশিকাতে? টোল প্লাজাতে কর্তৃপক্ষ প্রত্যেকটি গাড়ির জন্য ১০ সেকেন্ড করে সময় বরাদ্দ করেছে। এর অর্থ হল টোল ট্যাক্স সংগ্রহ করার পর সময়ের মধ্যে গাড়িটিকে প্লাজা থেকে ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়।

Advertisements

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যদি দীর্ঘক্ষণ ট্রাফিকের জন্য লাইন থাকে সে ক্ষেত্রেও ১০ সেকেন্ড সময় বরাদ্দ থাকবে এক একটি গাড়ির পেছনে। এর সঙ্গে রয়েছে আরও কিছু নিয়ম। কোন গাড়ির লাইন টোল বুথ থেকে ১০০ মিটার অতিক্রম করা যাবে না। এরজন্য হলুদ লাইনও তৈরি করে রেখেছে কর্তৃপক্ষ। এরফলে গাড়ি চালকরা টোল বুথ (Toll plaza) থেকে ১০০ মিটারের দুরত্ব বুঝতে পারেন।

Advertisements

নির্দেশিকায় এমন কিছু বলা আছে যার সত্যি বেশ চাঞ্চল্যকর এবং গাড়ি চালকদের পক্ষে খুবই ভালো একটি খবর। যদি টোল প্লাজায় কোনও গাড়িকে ১০ সেকেন্ডের বেশি টোল জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয় তাহলে তার টোল ট্যাক্স মুকুব করা হবে। ফাস্ট্যাগ ব্যবস্থা চালু করার প্রধান উদ্দেশ্যই টোল ব্যবস্থাকে (Toll plaza) আরো বেশি উন্নত করা। সেখানেও লাইনে দাড়িয়ে যদি সময় খরচ হয় তাহলে ভাড়া দিতে হবে না গাড়ি চালকদের।

নির্দেশিকার এখানেই শেষ নয় কতৃপক্ষ আরো স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, যদি কোনো কারণে গাড়ির লাইন ১০০ মিটার অর্থাৎ হলুদ সীমানা ছাড়িয়ে যায় গাড়িগুলি টোল ট্যাক্স না দিয়েই যেতে পারবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ব্যবস্থা নেওয়ার মূল উদ্দেশ্য হলো, গাড়ি চালকরা যাতে কম সময়ে নিরাপদ ইলেকট্রনিক টোল পরিষেবা উপভোগ করতে পারে। দেশের পরিবহন ব্যবস্থাকে আরো বেশি উন্নত করার জন্যই কেন্দ্রীয় সরকারের এই প্রচেষ্টা।

Advertisements