Bank Loan: জুন থেকেই পকেট থেকে খসবে বেশি টাকা! যদি এই ৩ ব্যাঙ্কে থাকে লোন

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you take a Bank Loan More money will come out of the pocket from June: হঠাৎ করে একসাথে অনেকগুলো টাকার প্রয়োজন পড়লে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের কাছে। তখন ব্যাংক থেকে লোন নেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে লোন (Bank Loan) নিয়ে থাকি। কেউ বাড়ি তৈরি করার জন্য, কেউ গাড়ি কেনার জন্য অথবা নিজেদের কোন ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য ব্যাংক বা ওই জাতীয় সংস্থার কাছ থেকে লোন নিয়ে থাকি আমরা। তবে চাইলেই যে লোন পাওয়া যাবে ব্যাপারটা তেমন নয়। ব্যাংক বেশ কিছু জিনিস যাচাই করার পরই আমাদেরকে লোন দেয়। লোন দেওয়া নেওয়া করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ২ টো জিনিস হল রেপোরেট এবং ক্রেডিট স্কোর।

Advertisements

লোনের জন্য আবেদনকারী গ্রাহক লোন পাওয়ার যোগ্য কিনা তা নির্ধারণ করা হয় সেই গ্রাহকের ক্রেডিট স্কোরের উপর নির্ভর করে। আর লোন দেওয়া অর্থের উপর কত শতাংশ সুদ ধার্য করা হবে তা নির্ভর করে রেপোরেটের উপর। রেপোরেটের উপর ভিত্তি করেই মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট অর্থাৎ ন্যূনতম সুদের হার নির্ধারণ করা হয়। প্রতিবছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট নির্ধারণ করা হয়। এই বছর রেপোরেটের পরিমাণে কোন পরিবর্তন করা হয়নি। সাধারণত রেপোরেটের হার বৃদ্ধি না হলে সুদের হারও বাড়ানো হয় না। কিন্তু সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩ টি ব্যাংক লোনের (Bank Loan) ক্ষেত্রে তাদের ন্যূনতম সুদের হার বাড়িয়ে দিয়েছে।

Advertisements
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

১৫ই জুন ২০২৪ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নতুন মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট নির্ধারণ করা হয়েছে। ৮.১০ শতাংশ থেকে ৮. ৯৫ শতাংশের মধ্যে। গত বছরের তুলনায় এই বছর ০.১০ শতাংশ এমসিএলআর বাড়িয়েছে এসবিআই। ওভার নাইট লোনের ক্ষেত্রে এমসিএলআর রয়েছে ৮.১০%। ৩ বছর বা তার ঊর্ধ্বের মেয়াদ যুক্ত লোনের (Bank Loan) ক্ষেত্রে এমসিএলআর নির্ধারণ করা হয়েছে ৯.৩৫ শতাংশ। এ ছাড়া ১ বছরের জন্য ৯.৩০ শতাংশ এবং ৩ মাসের জন্য ৮.৩০ শতাংশ এমসিএলআর নির্ধারণ করা হয়েছে এসবিআই এর তরফ থেকে।

Advertisements

আরও পড়ুন ? Shoe ISI Mark: জুতো কিনতে গেলেও থাকতে হবে এই একটি মার্ক, আগস্ট থেকে আসছে নতুন নিয়ম

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

এই বছর পিএনবির পক্ষ থেকেও বাড়ানো হয়েছে এমসিএলআর এর পরিমাণ। ১ লা জুন থেকে পিএনবি থেকে নেওয়া বিভিন্ন লোনের (Bank Loan) ক্ষেত্রে ধার্য করা হয়েছে নতুন সুদের পরিমাণ। ওভার নাইট লোনের ক্ষেত্রে ধার্য করা হয়েছে ৮.২৫ শতাংশ এমসিএলআর এবং ৩ বছরের মেয়াদ যুক্ত লোনের ক্ষেত্রে এমসিএলআর এর পরিমাণ রাখা হয়েছে ৯.১০ শতাংশ। এর মধ্যবর্তী মেয়াদ যুক্ত লোনের জন্য ধার্য করা এমসিএলআর এর পরিমাণ গুলি আলোচনা করা যাক। ১ মাসের মেয়াদের জন্য এমসিএলআর রাখা হয়েছে ৮.৩০ শতাংশ। আবার ১ বছরের মেয়াদের ক্ষেত্রে এমসিএলআর এর পরিমাণ হবে ৮.৮৫ শতাংশ। ৩ মাসের মেয়াদ যুক্ত কোন লোনের ক্ষেত্রে রাখা হবে ৮.৫০ শতাংশ।

হাউজিং ডেভলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন

বেসরকারি ব্যাংকগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। যে ব্যাঙ্কগুলি সুদের হার বৃদ্ধি করেছে সেই তালিকায় নাম রয়েছে এইচডিএফসি ব্যাংকেরও। এসবিআই বা পিএনবির তুলনায় এইচডিএফসি থেকে লোন (Bank Loan) নিলে অনেকটাই বেশি ইএমআই দিতে হয় গ্রাহককে। ৭ই জুন থেকে নতুন এমসিএলআর ধার্য করা হয়েছে বিভিন্ন লোনের উপর। ওভারনাইট লোনের ক্ষেত্রে রয়েছে ৮.৯৫ শতাংশ এমসিএলআর। ১ মাসের জন্য ধার্য করা হয়েছে ৯ শতাংশ এবং ৩ মাসের জন্য ধার্য করা হয়েছে ৯.১৫ শতাংশ এমসিএলআর। ৬ মাস থেকে ১ বছর অব্দি মেয়াদ যুক্ত যে কোনো লোনের ক্ষেত্রে এমসিএলআর এর পরিমাণ রাখা হয়েছে ৯.৩০ শতাংশ।

Advertisements