If you want to arrange marriage, look for some special qualities of the husband: মহিলাদের কাছে বিয়ে হল এক স্বপ্নের মত, ছোট থেকে তাদের মনে বিয়ে নিয়ে নানারকম কল্পনা বাসা বাঁধে। নিজেদের মনে পরিকল্পনা করা হয়ে যায় যে বিয়েতে তারা কি করতে চায়। সেরকমই স্বপ্নের রাজপুত্রকেও মহিলারা দেখতে চায়, নিজের পছন্দ অনুসারে। কি কি গুন থাকা অবশ্যই একটি আদর্শ ছেলের মধ্যে? বহু বিশেষজ্ঞ বলেছেন যে পুরুষদের তুলনায় নারীরা কিন্তু সঙ্গী নির্বাচনে বেশি চিন্তা ভাবনা করেন। সবসময়ই এমন পুরুষের গলায় তারা মালা পরাতে চান যারা তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবে। যদি আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান তাহলে অবশ্যই স্বপ্নের রাজপুত্রের মধ্যে খুঁজে নিতে হবে বিশেষ কিছু গুণ। তাহলে আপনার জীবন হবে সুনিশ্চিত এবং সুরক্ষিত। দাম্পত্য জীবনেও কোনো রকম সমস্যা দেখা দেবে না। প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব হবু স্বামীর মধ্যে মহিলারা কি কি বিশেষ গুণ খোঁজেন (How to choose husband)?
মহিলারা বরাবর সম্মান এবং প্রশংসার পিপাসু। পাত্রী দেখতে যাওয়ার সময় যদি সেই মহিলাকে সম্মান দিয়ে কথা বলেন এবং তার সম্পর্কে কয়েকটি প্রশংসাসূচক বাক্য বলতে পারেন তাহলে মনে করবেন আপনার বিয়ে কেউ আটকাতে পারবেনা। মহিলারা সেইসব পুরুষদের খুবই পছন্দ করে যারা সম্মান দিয়ে কথা বলতে জানে (How to choose husband)। মহিলারা একটি বদ অভ্যাস একদমই পছন্দ করেন না তাহলে পুরুষদের অতিরিক্ত কথা বলা কিংবা সব বিষয়ে মাথা ঘামানো। তাই আপনার যদি বাড়তি কথা বলার বদ অভ্যাস থাকে আজই সেটি পরিবর্তন করুন। পাত্রী দেখতে যাওয়ার সময় কখনই কোন বিষয়ে অতিরিক্ত কথা বলবেন না।
এমন বহু পুরুষ আছেন যারা গাম্ভীর্য ধরে রাখতে বেশী পছন্দ করেন। কিন্তু মনে রাখতে হবে ফাস্ট ইম্পেশনে মহিলাদের মনে আঘাত দেওয়া যাবে না। মহিলারা রসকসবিহীন পুরুষদের থেকে হাসিখুশি পুরুষদের বেশি পছন্দ করেন। যখনই পাত্রী দেখতে যাবেন তখনই হাসিখুশি থাকার চেষ্টা করবেন (How to choose husband)। মহিলারা পুরুষদের এইরূপ বেশি পছন্দ করে। তাহলে আপনার বিয়েতে আর কোনরকম সমস্যা দেখা দেবে না।
মহিলাদের সুনজরে আসতে গেলে অবশ্যই আপনার টাকার জোর থাকতে হবে। আর্থিকভাবে স্বচ্ছল পুরুষ মহিলারা বেশি পছন্দ করে। তাদের এই চাওয়াতে কোনরকম দোষ নেই কারণ মূল্যবৃদ্ধির বাজারে সচ্ছলভাবে বাঁচতে গেলে ট্যাঁকের জোর থাকা দরকার। আজকাল এই বিষয়টি সবাই জানে। তাই মহিলাদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হবার পুরোপুরি অধিকার রয়েছে। নিজের অর্থনৈতিক ভিত শক্ত করে তবেই আপনি বিবাহের জন্য পাত্রী দেখতে শুরু করবেন (How to choose husband)।
প্রথম দেখাতেই যদি আপনি কোন মহিলাকে কাবু করতে পারেন তাহলে আপনার বিয়ে আর কেউ আটকাতে পারবে না। পাত্রী দেখতে যাবার সময় পাত্র-পাত্রী খুব কম সময় পান তাই প্রথম দেখাতেই পাত্রীকে ইমপ্রেস করার চেষ্টা করবেন। তার জন্য অবশ্যই ওয়েল ড্রেসড হয়ে যাবেন। নিজের পার্সোনালিটির সঙ্গে মানিয়ে ড্রেস পরে যাবেন। নারীর মন পাবার জন্য এটুকুই যথেষ্ট।