Cheap Motorcycle: কম খরচে ভালো গাড়ির খোঁজ করছেন, তাহলে বেছে নিতে পারেন এই গাড়িগুলিকে

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Cheap Motorcycle: কম খরচে ভালো গাড়ির খোঁজ করছেন, তাহলে বেছে নিতে পারেন এই গাড়িগুলিকে। মোটরসাইকেলের চাহিদা আর দাম ক্রমাগত বেড়েই চলেছে। সেই কারণে বর্তমানে পেট্রোল চালিত গাড়ির তুলনায় ইলেকট্রিক স্কুটারগুলি অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে গ্রাহকদের কাছে। কম দামি গাড়ির খোঁজ করছেন গ্রাহকরা। বাড়ন্ত দামের কারণে কম দামি কমিউটারগুলির চাহিদাও বেড়ে চলেছে। গ্রাহকদের মধ্যে এই গাড়ি কেনার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে মনে করেন গাড়ি কেনা মানেই কয়েক লাখ টাকার ধাক্কা। বিষয়টা একেবারেই তেমন নয়। আপনি চাইলে একেবারে কম খরচে কিনতে পারেন আপনার মনের মত গাড়ি। আপনি যদি সস্তা মোটরসাইকেলের (Cheap Scooters) খোঁজে থেকে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।

Advertisements

তবে আজকাল অল্প কিছুতে কারো মন ভরেনা। শুধুমাত্র দামে সস্তা হলেই চলবে না। মোটরসাইকেলটিকে হতে হবে ফিচার্সে ভরপুর এবং ডিজাইনের দিক থেকেও আকর্ষণীয়। এত সবকিছু একসাথে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু গ্রাহকদের চাহিদার কথাও মাথায় রাখতে হবে। আর তাই বেশ কয়েকটি কম দামি কমিউটার (Cheap Motorcycle) বাজারে লঞ্চ করা হয়েছে। গাড়ির দাম বেড়েছে তাই নয়, বেড়েছে জ্বালানির খরচও আর তাই কম খরচে বেশি মাইলেজ পাওয়া যায় এমন গাড়িই খুঁজে থাকেন গ্রাহকরা। আজকের প্রতিবেদনে কয়েকটি কম দামি মোটরসাইকেল সম্পর্কে আলোচনা করা হলো।

Advertisements

সস্তা মোটরসাইকেলের (Cheap Motorcycle) কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় বাজাজ সিটি ১২৫ এক্স গাড়িটির কথা। এই গাড়িটির বাজার মূল্য মাত্র ৭৩ হাজার ৬৪০ টাকা। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে একটি ১২৪.৪ সিসির ইঞ্জিন। যা ০.৭ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। গাড়িটি ওজনের দিক থেকে বেশ ভারী। গাড়ির ওজন মাত্র ১৩০ কেজি। এরপর বলা যায় হিরো স্প্লেন্ডার প্লাসের নাম। এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে একটি ৯৭.২ সিসির ইঞ্জিন যা ৭.৯১ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। ওজনের দিক থেকে গাড়িটি আগেররটির তুলনায় হালকা। মাত্র ১১২ কেজি। কিন্তু দামের দিক থেকে এর খরচ একটু বেশি এই গাড়ির দাম ৭৪ হাজার ১৫৫ টাকা।

Advertisements

আরো পড়ুন: বৈদ্যুতিন গাড়ির উপর রেজিস্ট্রেশন ফি মকুব, দাম কমবে লক্ষাধিক টাকা

এরপর আসা যাক হিরো প্যাশন প্লাসের কথায়। এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ৯৭.২ সিসির একটি ইঞ্জিন। যা ৭.৯১ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। গাড়িটি ওজনের দিক থেকেও যেমন হালকা, তেমনি দামের দিক থেকেও বেশ সস্তা (Cheap Motorcycle)। গাড়িটির ওজন মাত্র ১১৫ কেজি। এবং গাড়িটির বর্তমান বাজার দর রয়েছে ৭৯ হাজার ১৪৬ টাকা। এছাড়া আছে হণ্ডা লিভো। গাড়িটির ফিচার যেমন ভালো, তেমনি দামের দিক থেকেও সস্তা। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ১০৯.৫১ সিসির একটি ইঞ্জিন যা ৮.৬৭ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। গাড়িটির ওজন অন্যগুলির কাছাকাছি বলা চলে। মাত্র ১১৩ কেজি। এই গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ১৭৯ টাকা। আগের দাম গুলোর তুলনায় একটু বেশি।

মাত্র ৮০ হাজারেরও কম খরচে কিনে ফেলতে পারেন আরো একটি গাড়ি। দামের দিক থেকে অত্যন্ত সস্তা এই গাড়িটির (Cheap Motorcycle) নাম হিরো স্প্লেন্ডার প্লাস এক্স টেক। এই গাড়িটির দাম মাত্র ৭৯ হাজার ৯৩৭ টাকা। এই গাড়িটিতেও ব্যবহার করা হয়েছে 97.2 সিসি একটি ইঞ্জিন যা ৭.৯ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। এই গাড়িটির ওজন মাত্র ১১২ কেজি। প্রত্যেকটি গাড়িতেই ৫০ থেকে ৬০ কিমি পর্যন্ত মাইলেজ পেতে পারেন। ওজনের দিক থেকেও গাড়ি গুলি যেহেতু একেবারেই হালকা তাই নিত্য প্রয়োজনে ব্যবহার করা যায় এই গাড়িগুলি। এছাড়া একেবারে নতুন চালকও এই গাড়ি চালাতে পারবেন।

Advertisements