বর্তমানে অনেকেই পেনশন প্রকল্পে (Pension Plan) বিনিয়োগ করতে চান। পেনশন প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনায় (Pradhan Mantri Vaya Vandana Yojana) অবশ্যই বিনিয়োগ করতে পারেন। কিন্তু আর কয়েক দিনের মধ্যেই এই প্ল্যানে আবেদন বন্ধ হয়ে যাচ্ছে। তবে এই প্রকল্প বন্ধ হওয়ার আগে আপনি এতে বিনিয়োগ (Investment) করতে পারেন।
প্রবীণ নাগরিকদের নিয়মিত আয়ের উৎস হিসাবে ২০১৯ সালে প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা চালু করা হয়েছিল। প্রাথমিকভাবে ভারত সরকার (Indian Government) এই স্কিমটি এক বছরের জন্য বাড়িয়েছিল এবং তারপরে, ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত আরও তিন বছরের জন্য এটি বাড়ানো হয়। বর্তমানে এই অবসর পরিকল্পনায় বিনিয়োগের শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩।
এই স্কিমটি এলআইসি (LIC) দ্বারা অফার করা হয় এবং এটি একটি গ্যারান্টিযুক্ত মাসিক আয় সহ ১০ বছরের মেয়াদের প্রকল্প। স্কিমটির মাধ্যমে বর্তমানে ৭.৪ শতাংশ মাসিক হারে নিশ্চিত পেনশন দেওয়া হয়। পেনশনের এই নিশ্চিত হার ৩১ মার্চ পর্যন্ত কেনা পলিসির জন্য ১০ বছরের সম্পূর্ণ পলিসির মেয়াদের জন্য দেওয়া হবে।
PMVVY-এর বিশেষ বিষয় হল স্বামী এবং স্ত্রী উভয়েই এতে বিনিয়োগ করতে পারেন এবং উভয়েই পেনশনের সুবিধা নিতে পারেন। এই পরিস্থিতিতে, আপনি এবং আপনার স্ত্রী উভয়েই একসঙ্গে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে, বিনিয়োগকারী প্রতি মাসে ১৮,৫০০ পেনশন পাবেন। অর্থাৎ, প্রত্যেকে মাথা পিছু ৯,২৫০ টাকা পেনশন পাবেন। এই স্কিমের বিষয়ে বিস্তারিত জানতে LIC-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। শুধুমাত্র ৬০ বছরের বেশি বয়সীরা এতে বিনিয়োগ করতে পারেন।
প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনায়, আপনি আপনার বিনিয়োগের পরিমাণ অনুযায়ী পেনশন পাবেন। এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পেনশন করতে পারেন। আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে পেনশন নিতে পারেন। পেনশন পেমেন্ট হবে এনইএফটি বা আধার এনাবেল্ড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। এই সরকারী ভর্তুকিযুক্ত প্রকল্পের অধীনে পলিসি কেনার জন্য অনন্য আধার নম্বরের বৈধতা প্রয়োজন হবে।