If you want to increase money, spend money in these 4 places: আচার্য চাণক্য এর নাম আশা করি আপনারা সবাই জানেন। তার পরামর্শ জীবনের প্রতিটা ক্ষেত্রে খুবই মূল্যবান। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আজও তার পরামর্শ মেনে চললে জীবনে উন্নতি আবশ্যিক। চাণক্য ছিলেন একজন অর্থনীতিবিদ তাই আর্থিক বিষয়ে তার পরামর্শ খুবই কার্যকরী। আয় করা টাকা কিভাবে সঞ্চয় করবেন তা আপনি চাণক্যর পরামর্শের মধ্যেই খুঁজে পাবেন। জীবনে অর্থ সঞ্চয়ের প্রয়োজনীয়তা আছে কারণ খারাপ সময় আসলে সঞ্চিত অর্থ আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করবে। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে আপনি প্রাণ খুলে খরচ করতে পারবেন (Money spend)।
চাণক্য সবসময়ই অকারনে খরচ করতে বারণ করেছেন। কিন্তু তার মতে চারটি জায়গায় যদি অর্থ ব্যয় করা যায় তাহলে এর শুভ প্রভাব পড়বে জীবনে। এই চার জায়গায় অর্থ ব্যয় (Money spend) আপনার টাকা কমার বদলে উল্টে বাড়িয়ে দেবে। তাই অবশ্যই জীবনে চলার পথে চাণক্যর পরামর্শ মেনে চলা উচিত। জেনে নিতে হবে কোন কোন স্থানে অর্থ ব্যয় করলে জীবনে সুখ লাভ করা যায়।
যদি আপনি কোনো অসুস্থ ব্যক্তিতে ওষুধ ও পথ্য কিনে দেন তাহলে অবশ্যই পুণ্য লাভ হবে। এই স্থানে অর্থ ব্যয় (Money spend) করলেও আপনার অর্থ আরও বৃদ্ধি পাবে। আপনি যদি হাসপাতালে অর্থ দেন এবং কুষ্ঠ রোগীদের অর্থ সাহায্য করেন তাহলে ঈশ্বর অবশ্যই আপনার ওপর সন্তুষ্ট হবে। এছাড়া আপনি যদি মন্দিরে দক্ষিণা দেন তাহলে ঈশ্বরের কৃপায় আপনার অর্থ দ্বিগুণ বেড়ে যাবে, এমনটাই জানিয়েছেন চাণক্য। যদি আপনি মন্দিরে দক্ষিণা দিতে না চান তাহলে তীর্থস্থানে কোন ভিক্ষাজীবীদের দান করলেও সমান পুণ্য লাভ করতে পারবেন।
এছাড়াও বিভিন্ন রকম সমাজমূলক কাজ, যেমন স্কুল ও হাসপাতাল তৈরি, মন্দির, আশ্রম, ধর্মশালা নির্মাণ, সড়ক নির্মাণ, কূপ খননের মতো পুণ্যের কাজে অর্থ ব্যয় করলে আপনার অর্থ দ্বিগুণ হবেই। যদি কোন গরিব শিক্ষার্থীকে আপনি শিক্ষাখাতে সাহায্য করার জন্য টাকা দেন (Money spend) তাহলে অবশ্যই ভগবান আপনার ওপর কৃপাদৃষ্টি দান করবে। আপনার এই টাকা কোনদিনও বিফলে যাবে না।
অর্থ সম্পর্কে চাণক্য পরামর্শ অবশ্যই পালনীয়। এই কথা কেউ অস্বীকার করতে পারবে না যে জীবনের অর্থ থাকলে সব রকম সুখ লাভ করা যায়। এমনকি সম্মান ও প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পায়। কিন্তু যদি অর্থ না থাকে তাহলে কেউই পাশে থাকে না। সুখের দিনে অনেকে পাশে থাকলেও দুঃখের দিনে কেউ থাকেনা। জীবনের লক্ষ্য স্থির করে তবে উপার্জন করা উচিত তাহলে অর্থের অভাব হবে না। খারাপ সময়ের কথা চিন্তা করে অবশ্যই অর্থ সঞ্চয় করা উচিত কারণ দারিদ্র হল এক প্রকার অভিশাপ। হাতে অর্থ আসলে কখনোই তা খরচ করে ফেলবেন না ভবিষ্যতের কথা ভেবে তার সঞ্চয় করুন।