রিসোর্ট চালাতে হলে দিতে হবে ১৫ লক্ষ টাকা, অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

অমরনাথ দত্ত : এক রিসোর্ট মালিককে ১৫ লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। শান্তিনিকেতন থানার অন্তর্গত রিসোর্ট মালিক তাপস মল্লিককে রিসোর্ট না চালাতে দেওয়ার হুমকি দেয় ইলামবাজারের তৃণমূল নেতা আব্বাস উদ্দিন। এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই রিসোর্ট মালিক। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ তাঁর।

শান্তিনিকেতন থানার তালতোরে পঞ্চবন নামক একটি বেসরকারি রিসোর্ট রয়েছে। কয়েকদিন ধরে রিসোর্ট মালিক তাপস মল্লিককে ফোন করে ১৫ লক্ষ টাকা তোলা চান ওই তৃণমূল নেতা বলে অভিযোগ। আরও অভিযোগ, টাকা না দিলে রিসোর্ট চালাতে না দেবার হুমকি দেওয়া হয়। এমনকি, টাকা না দেওয়ায় লকডাউন ভেঙে লোকজন নিয়ে এসে চড়াও হয়ে রিসোর্ট মালিককে হুমকি দেওয়া হয়।

যে তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ অর্থাৎ আব্বাস উদ্দিনের বাড়ি ইলামবাজার থানার দেলোরা গ্রামে। টাকা না দিলে ও তার কথা না শুনলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ওই তৃণমূল নেতা। এই ঘটনায় বিস্তারিত জানিয়ে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাপস বাবু।

তিনি বলেন, “ফোনে ১৫ লক্ষ টাকা চেয়ে হুমকি দেয় আব্বাস উদ্দিন। টাকা না দিলে না প্রাণে মেরে ফেলার হুঁশিয়ারি দেয়। আমি পুলিশকে জানিয়েছি। কিন্তু, পুলিশের কাছে কোনো সহযোগিতা পাচ্ছি না। তাই নিরাপত্তাহীনতায় ভুগছি।”