Stay cheap in railway hotels; Know detailed information: ভারতীয় রেল বরাবর তা যাত্রীদের সুবিধা ও সতর্কতা থেকে খেয়াল রাখে। সেই কারণেই সমগ্র বিশ্বে ভারতীয় রেল সবথেকে ভালো পরিষেবা তার গ্রাহকদের। এদেশে প্রত্যেকটা দিন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ দেশের সমস্ত প্রান্তে লক্ষাধিক ট্রেন চলাচল করে। যাত্রীরা দীর্ঘ হোক কিংবা স্বল্প যাত্রার জন্য রেল ব্যবস্থাকে সবার আগে বেছে নেয়। কারণ এটি হয় সাশ্রয়ী ও আরামদায়ক। ভারতীয় রেল কিন্তু যাত্রীদের সুখ ও স্বাচ্ছন্দ্যকেই সবথেকে বেশি গুরুত্ব দেয়। এমনকি রেলের হোটেলে আপনি সস্তায় আরামে থাকতে পারবেন (Hotel of Indian Railways)।
ভারতীয় রেল যে শুধুমাত্র ট্রেনে যাত্রীদের আরামের দিকে খেয়াল রাখে সেটা নয়, কিভাবে স্টেশনে যেসব যাত্রীরা থাকবে তাদের ভালো পরিষেবা দেওয়া যাবে সেদিনও নজর রাখে। এমনকি রেল হোটেল রুমের (Hotel of Indian Railways) পরিষেবা পর্যন্ত যাত্রীদের দেয় তাও আবার অনেক কম দামে। ধরুন কোন কারনে আপনি ট্রেন মিস করেছেন কিংবা আপনার ট্রেন লেট হয়েছে তাহলে আপনি স্টেশনে সময় কাটাতে পারবেন তাও আবার হোটেলের মতো ব্যবস্থায়। সব থেকে ভালো ব্যাপার হল হোটেলের মতো অত দাম দিয়ে আপনাকে রুম ভাড়া করতে হবে না, রেলের অধীনে আপনি অনেক সস্তায় থাকার জন্য রুম পেয়ে যাবেন।
দাম শুনলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। রেলওয়ে স্টেশনগুলিতে মাত্র ৫০ টাকাতেই হোটেলের মতো রুম (Hotel of Indian Railways) পেতে পারেন। ভাবছেন কথাটি হয়তো মিথ্যে, কিন্তু না এটি একেবারে সত্যি। আপনি এসি, নন-এসি কামরায় সমস্ত পরিষেবাই পেয়ে যাবেন। রুমের ট্যারিফ সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনি কি ধরনের রুমে থাকবেন এবং কতদিন থাকবেন তার ওপর।
এই বিষয় বিস্তারিত একটি ধারণা দেওয়া হল। নয়া দিল্লির রেলওয়ে স্টেশনে যদি আপনি ১২ ঘণ্টার জন্য নন-এসি রুম (Hotel of Indian Railways) নেন তাহলে আপনার খরচ পড়বে মাত্র ১৫০ টাকা। আর যদি ২৪ ঘণ্টার জন্য এসি রুমে থাকতে চান তাহলে খরচ হবে ৪৫০ টাকা। এছাড়া মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে এসি ডরমেটরিতে যদি ১২ ঘণ্টা থাকতে চান আপনার ১৫০ টাকা খরচ হবে এবং ২৪ ঘণ্টা থাকার জন্য ২৫০টাকা খরচ হবে। বহু যাত্রী ডিলাক্স রুমে থাকতে চান, তাদের জন্য ১২ ঘণ্টা থাকলে ৮০০ টাকা খরচ হবে। তালিকায় আরও আছে যেমন, লখনউয়ে নন-এসি ডরমেটারিতে ১২ ঘণ্টা থাকার জন্য মাত্র ৫০ টাকা খরত হবে।
এবার জেনে নিতে হবে বুকিং করার পদ্ধতি
প্রথমে আপনাকে আইআরসিটিসি-র অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপর মাই বুকিং অপশনে যেতে হবে। এরপর আপনাকে পছন্দমতো রুম বুকিং করতে হবে এবং যেতে হবে রিটায়ারিং রুম অপশন থেকে। এরপর আপনাকে দিতে হবে ব্যক্তিগত তথ্য এবং ভ্রমণের তথ্য। সর্বশেষে পেমেন্ট করলেই আপনার রুম বুক হয়ে যাবে।