Optical illusion: জঙ্গল থেকে এক হরিণ আপনার দিকে তাকাচ্ছে! বুদ্ধি থাকলে খুঁজে বের করুন

Prosun Kanti Das

Published on:

If you want to test your brain, solve this optical illusion puzzle: অপটিক্যাল ইলিউশন (Optical illusion) একপ্রকার মস্তিষ্কের ব্যায়াম। আপনার দৃষ্টিশক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য নিয়মিত অভ্যাস করতে পারেন অপটিক্যাল ইলিউশন এর বিভিন্ন প্রকার ধাঁধা। এক নজরে দেখে বিভ্রান্তিকর মনে হলেও অভ্যাস এর মাধ্যমে আপনি সহজেই এর সমাধান করতে পারবেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রায় এই ধরনের ধাঁধা লক্ষ্য করা যায়।

অপটিক্যাল ইলিউশনের (Optical illusion) এই ধরনের ছবি আপনাকে সহজেই বিভ্রান্ত করে দেবে। বিভিন্ন কৌশলে আসল উত্তরটি লুকিয়ে থাকে এই ধরনের ছবির মধ্যে কিন্তু খুঁজে পেতে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। এ কারণেই এমন ছবিগুলো চ্যালেঞ্জিং, কখনও বিভ্রান্তিকরও বটে। আপনার মস্তিষ্ককে আরো বেশি তীক্ষ্ণ এবং চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি করতে হলে এই ধরনের ধাঁধার জুড়ি মেলা ভার। কারণ, ছবিতে যা দেখা যায়, বাস্তবতা তার থেকে একেবারেই ভিন্ন।

আজকের প্রতিবেদনে এমনই একটি বিভ্রান্তিকর ছবি আপনাদের সামনে তুলে ধরা হলো। আপনার আসল পরীক্ষা শুরু হবে যখন কম সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি খুঁজে বার করতে পারবেন। ছবিতে আপনাকে একটা হরিণ খুঁজে বের করতে হবে। প্রথম নজরে আপনি কিন্তু হরিণটিকে খুঁজে পাবেন না দেখে মনে হবে এখানে শুধুই ঝোপঝাড়। মনে হতে পারে এখানে যেন কিছুই নেই। চতুর্দিকে শুকনো গাছ দেখে আপনার মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক।

কিন্তু সঠিক উত্তরটি বার করতে গেলে অপটিক্যাল ইলিউশনের (Optical illusion) এই ধরনের ধাঁধাগুলো মন দিয়ে দেখতে হবে। আপনার পরীক্ষা তখনই সম্পন্ন হবে যখন কম সময়ের মধ্যে সঠিক উত্তর খুঁজে বার করতে পারবেন, এর থেকে আপনার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। আপনার তীক্ষ্ণ চোখ হয়তো ৭ মিনিটের আগেই খুঁজে বার করে নিতে পারবে প্রাণীটিকে কিন্তু এর থেকে বেশি সময় আর দেওয়া যাবে না।

Optical illusion in Jungle

সময় শেষ হচ্ছে এখানেই। আশা করি আপনি প্রাণীটিকে খুঁজে পেয়ে গেছেন। কিন্তু যদি কোন কারণে প্রাণীটিকে খুঁজে না পান তাহলে হতাশ হবেন না। বারবার অভ্যাস করার ফলে আপনি সহজেই এই ধরনের ধাঁধাগুলোর (Optical illusion) সমাধান করতে পারবেন। প্রাণীটিকে খুঁজে পেতে উপরের ছবিটি দেখলেই সঠিক উত্তর বুঝতে পারবেন।