হারিয়ে যাওয়া মোবাইল এবার ফিরে পাবেন এক ক্লিকেই, কেন্দ্রের নয়া উদ্যোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান যুগে এখন অধিকাংশ মানুষের হাতেই পৌঁছে গিয়েছে মোবাইল ফোন। এক সময় কম দামি ফোন হাতে হাতে ঘুরে বেড়ালেও বর্তমানে সেই জায়গা নিয়েছে দামি দামি স্মার্টফোন (Smart Phone)। কারো কারো হাতে আবার একটির বদলে দুটি তিনটি করে দামি দামি স্মার্টফোন রয়েছে।

Advertisements

দামি দামি স্মার্টফোন নিয়ে বাজারে ঘাটে ঘোরার সময় অনেক ক্ষেত্রেই তা হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়। এই ধরনের হারিয়ে যাওয়া অথবা চুরি হয়ে যাওয়া স্মার্টফোন ফিরে পেতে দম বেরিয়ে যায় আসল গ্রাহকদের। অধিকাংশ ক্ষেত্রেই স্মার্ট ফোন ফিরে পাওয়া যায় না, তবে এখন প্রযুক্তির উন্নতির ফলে কিছু কিছু হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া স্মার্টফোন ফিরে পাওয়া যাচ্ছে।

Advertisements

অন্যদিকে যাতে হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া স্মার্টফোন খুব সহজেই খুঁজে পাওয়া যায় তার জন্য কেন্দ্রের তরফ থেকে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রের সেই নতুন উদ্যোগ আপনাকে এক ক্লিকেই আপনার হারিয়ে যাওয়া ফোন খুঁজে দিতে পারে। কি সেই উদ্যোগ চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মানুষের ফোন এবং ডেটা চুরির সমাধানের জন্য সঞ্চার সাথী (sanchar saathi) নামে একটি পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন এই পোর্টালের পরিসেবা শুরু হবে আগামী ১৭ মে। ঐদিন থেকেই সাধারণ মানুষ এই পোর্টালের মাধ্যমে পরিষেবা পেতে শুরু করবেন। এই পোর্টালের মাধ্যমে নিজেদের হারিয়ে যাওয়া স্মার্টফোন ব্লক থেকে শুরু করে খুঁজে পাওয়ার কাজ করা হবে। এছাড়াও এই পোর্টালের মাধ্যমে গ্রাহকরা তাদের নথির ভিত্তিতে কতগুলি কানেকশন নিয়েছেন তাও জানতে পারবেন।

নতুন এই ওয়েবসাইট কাজ করবে অনেকটা অ্যাপলের ফাইন্ড মাই ফোন ফিচারের মতো। এই নতুন ওয়েবসাইটের মধ্য দিয়ে এবার সহজেই অ্যান্ড্রয়েড ফোন কোথায় রয়েছে এবং সেটি কখন কিভাবে ব্যবহার করা হচ্ছে সব জানা যাবে। কেন্দ্র সরকারের নতুন এই ওয়েবসাইট স্মার্টফোন ব্যবহারকারীদের একাধিক সমস্যার সমাধান করবে।

Advertisements