নিজস্ব প্রতিবেদন : দেশের সবচেয়ে ধনী ব্যক্তি কে? কারা রয়েছেন এই ধনী ব্যক্তিদের তালিকায়? এই নিয়ে আইআইএফএল ওয়েলথ হুরান ইন্ডিয়া নতুন একটি তালিকা প্রকাশ করেছে। যে তালিকা থেকেই জানা যাচ্ছে বর্তমানে দেশের প্রথম ১০ জন ধনী ব্যক্তির নাম।
আইআইএফএল ওয়েলথ হুরান ইন্ডিয়ার তালিকা অনুযায়ী প্রত্যাশিতভাবেই দেশের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান দখল করে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। অন্যদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি। উল্লেখযোগ্যভাবে গৌতম আদানির ঊর্ধ্বগতি রয়েছে অব্যাহত। চলতি বছর গৌতম আদানি সম্পত্তি বেড়েছে ২৬১%।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এইসিএল কর্ণধার শিব নাদার। তারও সম্পত্তি বৃদ্ধির পরিমাণ বেশ উল্লেখযোগ্য। চলতি বছর শিব নাদার তার সম্পত্তি বাড়িয়েছেন ৬৭%। যদিও তার এই সম্পত্তি বৃদ্ধির পরিসংখ্যান গৌতম আদানির সম্পত্তি বৃদ্ধির পরিসংখ্যানের তুলনায় অনেক কম।
ভারতের প্রথম ১০ ধনী ব্যক্তির তালিকা
১) তালিকায় প্রথম রয়েছেন মুকেশ আম্বানি। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ হল ৭ লক্ষ ১৮ হাজার কোটি টাকা। এই বছর তাঁর সম্পত্তি বেড়েছে মাত্র ৯ শতাংশ।
২) তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি। আদানি সংস্থার কর্ণধার গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ হল ৫ লক্ষ ৫ হাজার ৯০০ কোটি টাকা। সম্পত্তি বেড়েছে ২৬১ শতাংশ।
৩) তৃতীয় স্থানে রয়েছেন এইচসিএল-এর শিব নাদার। তার মোট সম্পত্তির পরিমাণ হল ২ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা।
৪) ধনীদের এই তালিকায় চতুর্থ নম্বরে থাকা ব্যক্তিটি হলেন হিন্দুজা। তার মোট সম্পত্তির পরিমাণ ২ লক্ষ ২০ হাজার কোটি টাকা।
৫) পঞ্চম স্থানে রয়েছেন আর্সেলরমিত্তাল-এর কর্ণধার মিত্তাল। তার মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা।
৬) SII সংস্থার কর্ণধার সাইরাস পুনাওয়ালা এই তালিকায় রয়েছেন ষষ্ঠ নম্বরে। তার মোট সম্পত্তির পরিমাণ হল ১ লক্ষ ৬৩ হাজার ৭০০ কোটি টাকা।
৭) এভিনিউ সুপার্মর্টস সংস্থার কর্ণধার রাধাকৃষ্ণন দামিনী এই তালিকায় রয়েছেন সপ্তম স্থানে। তার মোট সম্পত্তির পরিমাণ হল ১ লক্ষ ৫৪ হাজার ৩৪০ কোটি টাকা।
৮) আদানি সংস্থার বিনোদ শান্তিলাল আদানি এই তালিকায় রয়েছেন অষ্টম স্থানে। তার মোট সম্পত্তির পরিমাণ হল ১ লক্ষ ৩১ হাজার ৬০০ কোটি টাকা।
৯) আদিত্য বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা নবম স্থানে রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ হল ১ লক্ষ ২২ হাজার ২০০ কোটি টাকা।
১০) Zscaler-এর জয় চৌধুরী এই তালিকায় রয়েছেন দশম স্থানে। তার মোট সম্পত্তির পরিমাণ হল ১ লক্ষ ২১ হাজার ৬০০ কোটি টাকা।