চন্দ্রযান-৩ এর প্রজ্ঞান এবার এমন ছবি পাঠালো, যা ভাবতেও পারবেন না!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান ৩ (Chandrayaan 3) এর ল্যান্ডার বিক্রম (Lander Vikram) পৌঁছেছে ২৩ আগস্ট ঠিক সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে। বিক্রমের চন্দ্রপৃষ্ঠে সফলভাবে ল্যান্ডিং করার পর তার বুক চিরে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান (Rover Pragyan)। চন্দ্রপৃষ্ঠে পা রাখার পর প্রজ্ঞান নিজের কাজ চালাচ্ছে। ইতিমধ্যেই সে ইসরোর (ISRO) বিজ্ঞানীদের খোঁজ দিয়েছে অক্সিজেন থেকে নানান খনিজ সম্পদের। আর এসবের মাঝেই সে এবার এমন একটি ছবি পাঠালো যা কেউ ভাবতেও পারবেন না।

Advertisements

চন্দ্রপৃষ্ঠে পা রাখার পর প্রজ্ঞান দেখতে দেখতে ৭ দিন কাটিয়ে দিল। আরও সাত দিন তাকে সফলভাবে কাটাতে হবে। তবে তার এই পথ চলার মাঝে একাধিকবার বাধা হয়ে দাঁড়াতে দেখা যাচ্ছে চাঁদের বড় বড় পাথর থেকে গর্ত। তবে সেই সকল বাধা টপকে সে তার কাজ করে চলেছে এবং প্রতিনিয়ত ভারতীয় মহাকাশ গবেষণাগারের বিজ্ঞানীদের পাঠাচ্ছে নানা ছবি থেকে ভিডিও।

Advertisements

চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের মাটিতে পৌঁছানোর পর ভারত বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। এই অবতরণ ভারতের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তুলে দিয়েছে। এছাড়াও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে নাম উঠেছে চাঁদে অবতরণের। পাশাপাশি নতুন নতুন যে সকল তথ্য সামনে আসছে সেগুলিও রীতিমত বিশ্বের যে কোন বিজ্ঞানীদের কাছেই নতুন গবেষণার রসদ।

Advertisements

প্ৰজ্ঞান যে সকল ছবি তুলে পাঠাচ্ছে তার মধ্যে বুধবার সকালবেলায় ইসরোর তরফ থেকে একটি ছবি তাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। যে ছবিতে ফুটে উঠেছে প্রজ্ঞানের বাহক। প্রজ্ঞানের বাহক হল ল্যান্ডার বিক্রম। যে সফলভাবে ল্যান্ডিং করতে না পারলে এই মিশন ব্যর্থ হয়ে যেত। বারবার বিভিন্ন ক্যামেরায় প্রজ্ঞানের ছবি উঠে এলেও ল্যান্ডার বিক্রমের ছবি সেইভাবে উঠে আসেনি। তবে এবার প্রজ্ঞান নিজেই তার বাহকের ছবি তুলে পাঠালো ইসরোকে।

প্রজ্ঞান বিক্রমের যে ছবি তুলে পাঠিয়েছে সেই ছবিটিকে ‘ইমেজ অফ দ্য মিশন’ আখ্যা দেওয়া হয়েছে। এই ছবিটি তোলা হয়েছে রোভারের নেভিগেশন ক্যামেরায়। এই ক্যামেরা এই মিশনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। ক্যামেরাটি তৈরি করা হয়েছিল ইলেক্ট্রো অপটিক্স সিস্টেমের গবেষণাগারে। এই ছবিতে দেখা যাচ্ছে, চাঁদের এবড়ো খেবড়ো মাটিতে দাঁড়িয়ে রয়েছে ল্যান্ডার বিক্রম।

Advertisements