আসার আগেই পথে পড়ল কাঁটা, বর্ষা নিয়ে খারাপ খবর হাওয়া অফিসের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর তীব্র তাপপ্রবাহের পর হাওয়া অফিসের তরফ থেকে সু খবর দেওয়া হয়েছিল, অন্যান্য বছরের তুলনায় কিছুটা হলেও আগে বর্ষা ঢুকবে দেশে। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ঢুকে যাবে বর্ষা। তবে এই বর্ষার ঢোকার আগেই পথে কাঁটা পড়ল।

Advertisements

সময়ের আগে বর্ষা ঢোকার পূর্বাভাস থাকলেও সম্প্রতি সেই আশায় জল ঢেলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। সমুদ্রে এসে এই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নিজের গতি হারিয়েছে। যে কারণে ২৭ মে কেরলে বর্ষা নাও ঢুকতে পারে। হাওয়া অফিস সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এই খবর জানার পর থেকেই প্রশ্ন উঠছে কবে থেকে রাজ্যে শুরু হবে বর্ষার বৃষ্টি।

Advertisements

এই বিষয়ে যদিও হাওয়া অফিসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে আগাম বর্ষা না ঢুকলেও স্বাভাবিক সময় অর্থাৎ জুন মাসের গোড়াতে কেরলে প্রবেশ করতে পারে বর্ষা। জুন মাসের গোড়াতে কেরলে বর্ষা ঢোকার পর পশ্চিমবঙ্গে তা আসতে আরও বেশ কয়েকটি দিন সময় লাগবে। পরিস্থিতির দিকে তাকিয়ে হাওয়া অফিস এখনই নিশ্চিত ভাবে বর্ষা প্রবেশের দিন জানায়নি।

Advertisements

আরব ও বঙ্গোপসাগরের কিছু অংশে অনুকূল পরিবেশ থাকার কারণে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছুটা এগিয়ে যাবে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ায় এবং মেঘলা আকাশের কারণে কিছুটা হলেও দেরি হতে পারে বর্ষা প্রবেশে। এই বিষয়ে আইএমডি ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র জানিয়েছেন, “২৭ মে কেরলে বর্ষা প্রবেশের কথা থাকলেও দিন চারেক আগে পিছে হতে পারে। আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দিন ঘোষণা করা হয়নি।”

বর্তমান পরিস্থিতি অনুযায়ী হাওয়া অফিসের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগেই বর্ষা প্রবেশ করা নিয়ে যে বার্তা পাওয়া গিয়েছিল তা বর্তমান পরিস্থিতি অনুযায়ী আর হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তবে কেরলে আগামী ৩০ মে থেকে ২ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে বলে আশা করা হচ্ছে।

Advertisements