অবশেষে স্বস্তির খবর, এই দিন থেকে বর্ষার মুখ দেখবে দক্ষিণবঙ্গ, জানাল IMD

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এবার গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহ (Heatwave) দেখেছে দক্ষিণবঙ্গ। সেইমতো বর্ষার (Monsoon) শুরুতে যেভাবে বৃষ্টির আশা করা হচ্ছিল তার ছিটেফোঁটাও হয়নি। বর্ষা সেই ভাবে প্রভাব ফেলতে না পারার কারণে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বিপুল পরিমাণে বৃষ্টির ঘাটতি রয়েছে। বৃষ্টির ঘাটতির ফলে একদিকে যেমন চাষিরা বহু জায়গাতেই চাষাবাদ শুরু করতে পারেননি, ঠিক সেই রকমই আবার গরম থেকে এতোটুকু রেহাই মিলছে না বাসিন্দাদের। তবে এসবের মধ্যেই এবার স্বস্তির খবর দিল IMD।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দিন কয়েক পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অনেকটাই মিটতে পারে পর্যাপ্ত বৃষ্টির কারণে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দিন কয়েক মিলে বৃষ্টি হতে পারে ১১৫.৬ মিলিমিটার থেকে ২০৪.৪ মিলিমিটার। এই বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির ঘাটতি অনেকটাই কমবে।

Advertisements

IMD যে পূর্বাভাস দিয়েছে তাতে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ১১৫.৬ মিলিমিটার থেকে ২০৪.৪ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খন্ডে। মঙ্গলবার পর্যন্ত এই সকল রাজ্যগুলিতে এমন বৃষ্টি হতে পারে। অন্যদিকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের বিভিন্ন জায়গায়। এই বৃষ্টি হলে কিছুটা হলেও উপকৃত হবেন কৃষকরা।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যে ১১৫.৬ মিলিমিটার থেকে ২০৪.৪ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তা হবে গত রবিবার থেকে ২ আগস্ট পর্যন্ত। পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এমন বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার ক্ষেত্রে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এর মধ্যে আবার স্থান বিশেষে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধবার মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। তবে এরপরেও তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না বলেও অফিসের তরফ থেকে জানানো হয়েছে।

Advertisements