Weather Update: আবহাওয়া পরিবর্তনে বিরাট আপডেট, বাই বাই-এর পথে শীত, চড়বে উষ্ণতার পারদ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Weather Update: ঠান্ডার আমেজ পেতে না পেতেই শীতের বিদায় ঘন্টা শোনালো হাওয়া অফিস। এবছরের মতো টাটা বাই বাই করার সময় ঘনিয়ে এসেছে শৈত্য প্রবাহের। উর্ধ্বমুখী হবে তাপমাত্রা। ঠান্ডার বদলে অনুভূত হবে হালকা গরম। কবে থেকে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে? চলতি সপ্তাহেই বা পারদ কত ডিগ্রীতে নামবে? কি বলছে মৌসুম ভবন জেনে নেওয়া যাক।

Advertisements

হাওয়া অফিস সূত্রে খবর চলতি সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গে নিম্নমুখী হয়েছে তাপমাত্রা (Weather Update)। পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন ঘটেছে ১০ ডিগ্রির নিচে। অনুভূত হচ্ছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর তরফে জানিয়ে গিয়েছে সপ্তাহের প্রথম কয়েক দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে বড় সড় পরিবর্তন ঘটবে তাপমাত্রার। ১৯ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে উষ্ণতা।

Advertisements

উষ্ণতা বৃদ্ধি বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ভারত থেকে বিদায় নিতে চলেছে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। যার ফলে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা। ২৯শে জানুয়ারি নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা আগমনের খবর রয়েছে। তারপর উত্তর-পশ্চিম ভারতের ১লা ফেব্রুয়ারি ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। তার সাথে থাকবে জেড স্ট্রিম উইন্ড। এই কারণেই শীতের বিদায় সময় তাড়াতাড়ি ঘনিয়ে এসেছে।

Advertisements

আরও পড়ুন: আগামী মাসে আটদিন বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো, আনা হচ্ছে বাড়তি বাস

শীত তো বিদায়ের পথে তবে কি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে? মৌসম ভবন সূত্রে খবর, চলতি সপ্তাহে প্রথম কদিন হালকা কুয়াশা পরিলক্ষিত হলেও তেমন ঘন কুয়াশার কোনো সতর্ক বার্তা নেই। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় সকালের দিকে হালকা কুয়াশা (Weather Update) পরিলক্ষিত হতে পারে। তবে বেলা বাড়ার সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে মঙ্গল ও বুধবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। হতে পারে হালকা বৃষ্টিও। দার্জিলিং সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে পরিলক্ষিত হতে পারে হালকা মাঝারি কুয়াশা। তবে এই সময় বৃষ্টির কোনো পূর্বভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন (Weather Update) ঘটবে বলে জানিয়েছে মৌসম ভবন। বলা যায় বুধবার থেকে চড়বে উষ্ণতার পারদ। তাপমাত্রা পৌঁছাবে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসে। ফলে বেলার দিকে অনুভূত হবে হালকা গরম। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই হয়তো উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শীতের। ফলেই আবহাওয়া বদলের কারণে সকলকে সুস্থভাবে থাকার নির্দেশ দিচ্ছে হাওয়া অফিস।

Advertisements