পুজোর মাঝেই আচমকা বদলে যাবে আবহাওয়া! বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই ৬ জেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর চার দিন কেমন কাটবে তা নিয়ে দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের মধ্যে কৌতূহলের শেষ নেই। বারংবার এই কৌতুহল বাড়ছে মূলত একের পর এক নিম্নচাপের (Cyclone) চোখ রাঙানির কারণে। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বৃহস্পতিবার শেষ আপডেট যা পাওয়া গিয়েছে তাতে রীতিমত সুতোয় ঝুলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

Advertisements

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে রাজস্থান এবং পূর্ব বাংলাদেশে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর এলাকায় এর অবস্থান রয়েছে। যদিও এই দুটি ঘূর্ণাবর্তের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ার কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছে হাওয়া অফিস। এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বঙ্গোপসাগরে পৌঁছে সেখানে নিম্নচাপে পরিণত হবে।

Advertisements

অন্যদিকে এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে আরও শক্তি সঞ্চয় করে কিনা তার দিকেই নজর রাখছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবেই দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এমন পরিস্থিতি দেখেই পুজোর সময় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে হাওয়া অফিসের তরফ থেকে ঠিকই জানানো হয়েছে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মূলত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে নবমী এবং দশমীতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ষষ্ঠী থেকে পুজোর কটি দিন আকাশ পরিষ্কার এবং মনোরম পরিবেশ থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, নবমী এবং দশমী দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা সব জেলায় নয়। মূলত অল্প বিস্তর বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। সোমবার বিকালের পর থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে এবং মঙ্গলবার দিন বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

Advertisements