এপ্রিল থেকে নয়া নিয়ম লাগু হচ্ছে পিএফ, পেনশন ও আয়করে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের প্রায় প্রতি মাসেই কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন নতুন এবং অভিনব নিয়ম লাগু করা হয় একাধিক ক্ষেত্রে। আর আগামী এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে নতুন অর্থবর্ষ। নিয়ম পরিবর্তন অথবা নতুন নিয়ম লাগু করার ক্ষেত্রে নতুন অর্থবর্ষে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ। পিএফ, পেনশন এবং আয়করে ক্ষেত্রে লাগু হচ্ছে নতুন নিয়ম।

Advertisements

Advertisements

১) পিএফ-এর ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে কোন আয়কর দিতে হবে না। তবে এক্ষেত্রে শর্ত রয়েছে সংস্থা বিধিবদ্ধ প্রয়োজনীয়তার অধিক টাকা জমা রাখতে পারবে না। আগে পিএফ-এ থাকা টাকার সুদের উপর কোনরকম আয়কর দিতে হতো না। কিন্তু কেন্দ্রীয় তরফ থেকে দাবি করা হয়েছে, পিএফ আয়কর মুক্ত থাকার কারণে উচ্চপদস্থ এবং বেশি বেতনের কর্মীরা বেশি বেশি করে এখানে টাকা জমা রাখতেন। আর এর ফলে লোকসানের মুখ দেখছিল সরকার। সেই জায়গায় বাঁধ দিতে কেন্দ্রের এমন পদক্ষেপ। এই নতুন নিয়ম মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত চাকুরীজীবিদের উপর কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisements

২) বাজেটের ঘোষণা অনুযায়ী আগামী এপ্রিল মাস থেকে ৭৫ বছর বয়সি বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য নতুন আয়কর নিয়ম চালু হচ্ছে। নতুন নিয়ম অনুসারে এই সকল নাগরিকদের পেনশন থেকে পাওয়া অর্থ ব্যাঙ্কে অথবা অন্য কোথাও জমাত থাকলে সেখান থেকে পাওয়া সুদের ক্ষেত্রে কোন আয়কর ধার্য হবে না এবং ঐ সকল ব্যক্তিদের আর আয়কর রিটার্ন ফাইল জমা করতে হবে না।

[aaroporuntag]
৩) গত বছর দেশে করোনা পরিস্থিতির কারণে কর্মীরা LTC-র সুবিধা নিতে পারেননি। আর সেই কথা মাথায় রেখে এবছর বাজেটে LTC সংক্রান্ত আলাদা করে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আসন্ন অর্থবর্ষে কর্মীরা LTC বাবদ নগদ অর্থ পাবেন। আর এই অর্থ হবে সম্পূর্ণ করমুক্ত।

Advertisements