June Ration Foodgrains: মেসেজ করে করে গ্রাহকদের রেশনের বড় আপডেট দিল রাজ্য খাদ্য দপ্তর, ঠকতে হবে না কাউকে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থা (Ration) এমন এক ব্যবস্থা যার মধ্য দিয়ে সরকার দেশের দারিদ্রসীমার নিচে ও উপরে থাকা ব্যক্তিদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে। মূলত রেশন ব্যবস্থার মাধ্যমেই এই সকল নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। যদিও এখন সরকারের ঘোষণা অনুযায়ী মোটামুটি সব ধরনের রেশন কার্ড উপভোক্তারা বিনামূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছেন। তবে বিপিএল, এপিএল এবং অন্নপূর্ণা কার্ডধারীদের অনেকটাই বেশি সুবিধা দেওয়া হয়।

Advertisements

পশ্চিমবঙ্গের রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে যে সকল রেশন কার্ড নাগরিকদের দেওয়া হয়ে থাকে সেগুলি হল AAY, PHH, SPHH, RKSY I, RKSY II। এছাড়াও আরও কিছু প্রকল্প যেমন চা বাগান স্পেশাল, সিঙ্গুর স্পেশাল, পাহাড় স্পেশাল ইত্যাদি। এই সকল প্রকল্পের মধ্য দিয়েও উপভোক্তাদের বিপুল পরিমাণে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

Advertisements

প্রত্যেক মাসের মতো জুন মাসেও রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে প্রত্যেক ক্যাটাগরির রেশন কার্ডধারীদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি করে মেসেজ পাঠানো হয়েছে। যে মেসেজে জানিয়ে দেওয়া হয়েছে, কোন রেশন কার্ডধারীরা কত পরিমাণ খাদ্য সামগ্রী (June Ration Foodgrains) পাবেন জুন মাসে। মেসেজের মাধ্যমে খাদ্য সামগ্রির পরিমাণ জানিয়ে দেওয়ার ফলে কোন গ্রাহককেই ঠকতে হবে না অর্থাৎ নিজেদের প্রাপ্য খাদ্য সামগ্রী সম্পর্কে আগাম জেনে নিতে পারবেন।

Advertisements

আরও পড়ুন ? eKYC For Ration Card: বাতিল হচ্ছে একের পর এক রেশন কার্ড! আপনারটা বাঁচাতে হলে করে ফেলুন এই ছোট্ট কাজ

AAY : জুন মাসে এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে তারা পরিবার পিছু ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম পাবেন। গমের পরিবর্তে আটা দেওয়া হলে পাওয়া যাবে ১৩.৩ কেজি।

PHH/SPHH : জুন মাসে এই দুই ক্যাটাগরির রেশন কার্ড যে সকল উপভোক্তাদের রয়েছে তারা মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ২ কেজি করে গম দেওয়া হবে। গমের পরিবর্তে আটা দেওয়া হলে পাওয়া যাবে মাথাপিছু ১.৯ কেজি।

RKSY I : এই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এমন উপভোক্তারা মাথাপিছু ৫ কেজি করে চাল পাবেন জুন মাসে।

RKSY II : এই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে যে সকল উপভোক্তাদের তারা মাথাপিছু ২ কেজি করে চাল পাবেন জুন মাসে।

Advertisements