সুখবর, IMPS-এর মাধ্যমে টাকা পাঠানোর উর্ধ্বসীমা বাড়ালো RBI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো IMPS। এর পুরো অর্থ হলো ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। এই মাধ্যমে টাকা পাঠালে সঙ্গে সঙ্গে সেই টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পৌঁছে যায়। অন্তর্দেশীয় ফান্ড ট্রান্সফারের এই ব্যবস্থা ২৪×৭ সুবিধা প্রদান করে থাকে।

Advertisements

বর্তমানে এই মাধ্যমকে টাকা পাঠানোর জন্য দেশের কোটি কোটি মানুষ ব্যবহার করে থাকেন। এই ব্যবস্থায় এর আগে পর্যন্ত দৈনিক দু’লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যেতো। কিন্তু সম্প্রতি এর চাহিদা এবং সাধারণ মানুষদের সুবিধার কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দৈনিক এই টাকা পাঠানোর উর্ধ্বসীমা এক ধাক্কায় অনেকটাই বাড়ালো।

Advertisements

সাধারণ মানুষের সুবিধার্থে বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে IMPS-এর মাধ্যমে এখন গ্রাহকরা দৈনিক দু’লক্ষ টাকার পরিবর্তে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। অর্থাৎ এই মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে দৈনিক উর্ধ্বসীমা এক ধাক্কায় তিন লক্ষ টাকা বেড়ে গেল।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিপদ দাস জানিয়েছেন, “ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের মাধ্যমে ২৪x৭ তাৎক্ষণিক অন্তর্দেশীয় ফান্ড ট্রান্সফারের সুবিধা প্রদান করে। আইএমপিএস সিস্টেমের গুরুত্ব এবং ব্যবহারকারীদের সুবিধা বিবেচনা করা হয়েছে। প্রতি লেনদেনের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ করার প্রস্তাব দেওয়া হয়েছে।”

অন্যদিকে বর্তমান নিয়ম অনুযায়ী ২৪ ঘন্টা চালু থাকে আরটিজিএস। যে কারণে আইএমপিএস-এর ক্ষেত্রেও প্রসার ঘটেছে। এসবের কারণে ক্রেডিট এবং সেটেলমেন্ট রিস্ক অনেকটাই কমেছে। যার পরেই আইএমপিএস-এর ক্ষেত্রে উর্ধ্বসীমা বৃদ্ধি করার কোন সমস্যা নেই।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ডিজিটাল লেনদেনের ব্যবহার। যে কারণে সাধারণ মানুষ যাতে আরও বেশি পরিমাণে এই ডিজিটাল লেনদেন করতে পারেন সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বাড়বে ডিজিটাল লেনদেন।

Advertisements