একদিনেই আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছুঁইছুঁই, করোনায় সুস্থতার হারও উল্লেখযোগ্য

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণের বৃদ্ধির সংখ্যার ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা গেল একদিনেই দেশে করোনা সংক্রমণের সংখ্যা ১১ হাজার ছুঁইছুঁই। আর এরপরেই দেশের মোট সংক্রমণের সংখ্যা ৩ লক্ষের কাছাকাছি। গত ২৪ ঘন্টায় দেশে সংক্রমণ বেড়েছে ১০,৯৫৬, আর মোট সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ২,৯৭,৫৩৫।

তবে আশার আলো এটাই যে সংক্রমণের সংখ্যা বিপুল পরিমাণে বাড়লেও সুস্থ হয়ে ওঠার সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে গত ২৩ ঘন্টায়। গত ২৪ ঘন্টায় দেশে ৬১৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এরপরেই দেশের সুস্থ হয়ে ওঠার হার পৌঁছে গেল ৪৯.৫ শতাংশে। দেশে বর্তমানে মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪১ হাজার ৮৪২। শতাংশের বিচারে এই সংখ্যাটা হলো ৪৭.৭ শতাংশ। এযাবৎ দেশে মোট মৃতের সংখ্যা ৮৪৯৮, শতাংশের বিচারে ২.৮।

বিশ্বের মোট সংক্রমণের হিসাবে ভারত ইতিমধ্যেই ব্রিটেনকে টপকে চতুর্থ স্থানে পৌঁছে গেছে। ভারতের আগে রয়েছে আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া। তবে ভারতীয়দের কাছে আশার আলো এটাই যে অন্যান্য দেশের তুলনায় এদেশে মৃতের সংখ্যা অনেক কম। ভারতে মোট সংক্রমণের বেশিরভাগ অংশই ৫ রাজ্যের। যেগুলি হল মহারাষ্ট্র ৯৭,৬৪৮, তামিলনাড়ু ৩৮৭১৬, দিল্লি ৩৪৬৮৭, গুজরাট ২২০৩২ এবং রাজস্থান ১১৮৩৮। তবে এদেরও কাছাকাছি রয়েছে পশ্চিমবঙ্গ ৯৭৬৮।

ভারতের সংক্রমণ নিয়ে যেদিন থেকে প্রতিদিনের সংক্রমণের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি পৌঁছে যায় তখন থেকেই বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন খুব তাড়াতাড়ি এই সংখ্যাটা প্রতিদিনের হিসাবে ১০ হাজার ছাপিয়ে যাবে। আর সেই আশঙ্কাকেই সত্যি করে শুক্রবার যে রিপোর্ট দেখা গেল তাতে দেখা গিয়েছে সংখ্যাটা ১১ হাজার ছুঁইছুঁই।