In Bhutan Tour will not need money in this sector: ভুটান হল এমন একটি দেশ যা পর্যটকদের পছন্দের তালিকায় অবশ্যই থাকবে। ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রটি প্রাকৃতিক দিক থেকে যেমন সুন্দর পরিচ্ছন্নতার দিক থেকেও ততটাই এগিয়ে। পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট দেশটির যেন ছবির মত সাজানো। বছরের বিভিন্ন সময় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় এই দেশে (Bhutan Tour)। তবে বিশেষ করে শীতকালে এখানকার রাজধানী থিম্পুর সৌন্দর্য চোখে পড়ার মত। যদি স্বল্প খরচে বিদেশ ভ্রমণ করার ইচ্ছা থাকে তাও আবার ভিসা ছাড়া তাহলে আপনার জন্য এই ড্রাগনল্যান্ড সবথেকে উপযুক্ত দেশ।
যেকোন দেশের পর্যটন শিল্প সেই দেশের অর্থনৈতিক দিককে চাঙ্গা করতে অনেকটাই সাহায্য করে। ভারত এবং মালদ্বীপের পর্যটকদের জন্য ভুটান প্রশাসন (Bhutan Tour) নিয়ে এসেছে এই দুর্দান্ত সুযোগ। ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে এই দেশে। সরকারের এই সিদ্ধান্তে অবশেষে লাভের মুখ দেখছে ভুটান। চলতি বছর দেশের পর্যটন শিল্প আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে এবং বেড়েছে পর্যটকদের সংখ্যা। যার ফলে দেশের অর্থনীতি অনেকটাই শক্তিশালী হয়েছে। ২০২৩-২৪ সালের অর্থবর্ষে জিডিপির হার বেড়ে ৪.৯ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে।
ভিসা ফ্রি করার সিদ্ধান্ত ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের পক্ষে যথেষ্ট লাভজনক হয়েছে। যেসব পর্যটকরা ভুটান ভ্রমণ (Bhutan Tour) করতে চান তারা আপাতত একটি ফি দিয়েই ভুটানে বেড়াতে আসতে পারছেন। আর সেই কারণেই ভূটানে বাড়ছে ভারতীয় পর্যটকদের ভিড়। ভারত এবং মালদ্বীপের পর্যটকরা ভিসা ছাড়া এই ভ্রমণের সুযোগকে মোটেই হাতছাড়া করতে রাজি নয়। এই সুবিধাটি বিশ্বের অন্যান্য পর্যটকরা পান না।
আরও পড়ুন ? India-Bhutan Train Service: বিমান নয়, ট্রেনে চড়েই এবার যাওয়া যাবে ভুটান! কবে চালু হবে পরিষেবা?
সরকারি পরিসংখ্যান অবশ্য বলছে যে, চলতি পয়লা বছরের জানুয়ারি মাস থেকে ৩১ মার্চের মধ্যে ভুটানের রেকর্ড সংখ্যক পর্যটকদের আগমন ঘটেছে। ২৫ হাজারেরও বেশি যেসব পর্যটক এই সময় এসেছে তাদের মধ্যে ৬০ শতাংশ ভারতীয়। করোনার পর চলতি বছরের মার্চ মাসে এই প্রথম এত সংখ্যক পর্যটক ভুটানের ভ্রমণ করতে এসেছে এবং এর মধ্যে ভারতীয়দের সংখ্যা অত্যন্ত বেশি।
চলতি বছরে পর্যটকদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে এমনটাই আশা করছে ভুটান প্রশাসন। দেশের পর্যটন শিল্পের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ই জুন থেকে ২১শে জুন পর্যন্ত ভূটান একটি শোয়ের আয়োজন করেছে। স্বাভাবিকভাবেই এটি পর্যটকদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট। দেশের পর্যটনের মান আগের থেকে আরো বেশি উন্নত করার লক্ষ্যে শুধুমাত্র ভিসাই নয় বাধ্যতামূলক ভ্রমণ ভিসাও প্রত্যাহার করেছে এই দেশ (Bhutan Tour)। কোভিডের সময় কোনও রকম অপ্রত্যাশিত জরুরি অবস্থা, বিশেষ করে মহামারি সম্পর্কিত চিকিৎসার খরচ কভার করার জন্য চালু করা হয়েছিল ভ্রমণ বীমা। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভুটান ভ্রমণ করতে পারে পরবর্তীকালে এই বীমা lও তুলে দেওয়া হয়।