Mahaldiram: দার্জিলিং গিয়ে গিয়ে পচে গেল! এবার ঘুরে আসুন এই পাহাড়ি গ্রাম, ফিরতে মন চাইবে না

Prosun Kanti Das

Published on:

Advertisements

In coming summer visit Mahaldiram instead of Darjeeling: প্রায় সকল মানুষই বেড়াতে যেতে পছন্দ করেন। কেউ পছন্দ করেন পাহাড়ের কোলে শান্তিতে নিরালায় দুটি দিন কাটিয়ে আসতে, আবার কেউ কেউ পছন্দ করেন উত্তাল সমুদ্রের ঢেউ। কেউ আবার চান গভীর জঙ্গলে গাছ গাছালির মধ্যে সবুজের সমারোহে শান্তির নিঃশ্বাস নিতে। যারা পাহাড় পছন্দ করেন তাদের জন্য অতি পরিচিত জায়গা হল দার্জিলিং। তবে উত্তরবঙ্গে দার্জিলিং পাহাড়েও যে আরো এক সুন্দর স্থান আছে তা আজও পর্যন্ত অনেকেরই অজানা। আজ এই প্রতিবেদনে অধিক পরিচিতির আড়ালে থাকা সেই সুন্দর জায়গাটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আপনাদের।

Advertisements

আজ জায়গাটির কথা আপনাদের জানাতে চলেছি সেটি উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড়ের কোলে অবস্থিত একটি গ্রাম, যার নাম মহলদিরাম (Mahaldiram)। রেলপথে নিউ জলপাইগুড়ি স্টেশন দিয়ে বা বিমান পথে বাগডোগরা বিমানবন্দর থেকে পৌঁছে যেতে পারবেন এই গ্রামে। মহলদিরাম নামক এই গ্রামটির বিমানবন্দর থেকে দূরত্ব প্রায় ৬২ কিমি। কার্শিয়াং থেকে এর দূরত্ব ১২ কিমি। সড়ক পথে যেতে গেলে হিলকার্ট রোড ধরে কার্শিয়াং পেরিয়েই আপনি পৌঁছে যেতে পারবেন দিলারাম মোড়। এখান থেকে ডান দিকে ঘুরে দিলারাম থেকে মাহালদিরাম এর দূরত্ব ১২ কিমি।

Advertisements

শান্ত নিরিবিলি এই গ্রামে (Mahaldiram) পৌঁছে আপনার মন থেকে প্রতিদিনের একঘেয়েমি একেবারে দূর হয়ে যাবে। এই গ্রামের যে কোনো একটি ঘরের বারান্দায় দাড়িয়ে আপনি অনায়াসে ছুঁয়ে ফেলতে পারবেন মেঘ দের। আপনার মনে হবে যেন মেঘেদের দেশে এসে উপস্থিত হয়েছেন। কখনো আপনার মনে হবে গেঘ গুলি যেন চলে যাচ্ছে আপনার ভীতর দিয়ে, আপনার দেহকে স্পর্শ করে। এ যেন এক অদ্ভুত শান্তিময় অনুভূতি, যা আপনার মনকে সতেজ করে তুলবে।

Advertisements

আরও পড়ুন ? Ahaldhara View Point: দার্জিলিং-সিকিম অতীত! এবার ঘুরে আসুন এই পাহাড়ি স্পট, গেলে আর ফিরতে মন চাইবে না

সব থেকে আকর্ষণীয় বিষয় হলো বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার দর্শন ও আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। এখানে বাড়ি গুলির বারান্দায় দাড়িয়ে উপভোগ করতে পারবেন চা বাগানের সবুজে মোড়া অপরূপ সৌন্দর্য, চা পাতা তোলার দৃশ্য। একই সঙ্গে এখানে পেয়ে যাবেন মেঘ, রোদ, পাহাড়, মোমো, ছোটো খাটো ট্রেকিং এর সুবিধা, প্রকৃতির অপার সৌন্দর্য, নানা ধরনের পাখি, অর্গানিক সবজি ইত্যাদি। সব মিলিয়ে এই জায়গাটি আপনাদের সতেজতায় ভরিয়ে দেবে। বাগোরা এবং চিমেনি মহলদিরামের বেশ কাছাকাছি অবস্থিত। তাই এই স্থান গুলিও ঘুরে আসতে পারেন সহজেই।

সেই সঙ্গে ঘুরে আসতে পারেন চটকপুর, মংপু, লটপঞ্চার, আহলদরা ও সিটং ইত্যাদি স্থান থেকেও। এখানে থাকার জন্য বেশ কিছু হোম স্টে ও আছে। সে গুলির মধ্যে মহলদিরাম সালামান্দার জংল ক্যাম্প খুবই ভালো ও মনোরম। এর নাম ক্যাম্প হলেও আসলে এটি একটি সুন্দর সাজানো দুই তল বিশিষ্ট হোমস্টে। এই গ্রামে (Mahaldiram) থাকা ও খাওয়া নিয়ে জনপ্রতি মোটামুটি ২০০০ টাকা করে খরচ হবে। তবে এই দাম কিছুটা ওঠানামা করে সময়ের ভিত্তিতে।

Advertisements