Five rivers confluence: বিশ্বের একমাত্র ভারতেই রয়েছে এমন জায়গা, যেখানে মিশেছে ৫টি নদী

Prosun Kanti Das

Published on:

Advertisements

In India you will find the confluence of five rivers in the world: ভারতবর্ষকে সবাই নদীমাতৃক দেশ হিসাবেই চেনে। ভূগোল কিংবা ইতিহাসে এই বিষয়ে কমবেশি সবাই পড়েছে। কমপক্ষে ২০০র বেশি নদী এদেশে প্রবাহিত হয়েছে। মজার বিষয় হলো ভারতে বহু নদী বিদেশ থেকে এসে মিলিত হয়েছে আবার এদেশ থেকে কিছু নদী বিদেশে প্রবাহিত হয়েছে। ভারতে আপনি দেখতে পাবেন বহু নদীর মিলনস্থল। এখানে এমন অনেক জায়গা আছে যেখানে বহু নদী এক জায়গায় এসে মিলিত হয়, যা সঙ্গমস্থল নামে পরিচিত (Five rivers confluence)।

Advertisements

প্রতিটি নদীর নিজস্ব পথ থাকে সেই পথ দিয়েই সেই নদী প্রবাহিত হয় এবং তার পথে যা আসে তাই নিয়ে যায়। ইতিহাস সাক্ষী যে অতীতে মানব সভ্যতা গড়ে ওঠার পিছনে নদীর অবদান অনস্বীকার্য। অন্যদিকে, বিভিন্ন নদীর তীরে গড়ে ওঠে ছোট গ্রাম কিংবা শহর। ভারতে এমন একটি জায়গার আছে যেখানে একটা দুটো নয় পাঁচটি নদী একসাথে মিলিত হয়েছে (Five rivers confluence)। অনেকেই জানেন যে, একে বলা হয় পাঁচটি নদীর সঙ্গমস্থল।

Advertisements

আপনি নিশ্চয়ই জানেন, ভারতের তিনটি প্রধান নদী গঙ্গা-যমুনা ও সরস্বতী প্রয়াগরাজে (Prayagraj) মিলিত হয়েছে। তাই প্রয়াগরাজের অপর নাম হলো তীর্থরাজ। এই নাম হওয়ার পিছনে আসল কারণ হলো এটি হিন্দুদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। কিন্তু এই ভারতে এমন একটি জায়গা আছে যেখানে পাঁচটা নদী একসাথে মিলিত হয়েছে (Five river confluence), জানেন সেই নদীগুলোর নাম কি কি?

Advertisements

পাঁচটি নদীর এই মিলনস্থল পাচনদ (Pachnada) নামে পরিচিত, এটি উত্তরপ্রদেশের জালাউন এবং ইটাওয়ার সীমান্তে অবস্থিত। পাঁচটি নদীর সঙ্গমস্থল (Five rivers confluence) আসলে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। এ ধরনের সঙ্গম সাধারণত দেখা যায় না। জানলে আশ্চর্য হবেন যে, এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে পাঁচটি নদীর সঙ্গম হয়েছে। নদীগুলি হলো যমুনা, চম্বল, সিন্ধু, কুমারী এবং পহুজ নদী যা পাচনদে মিলিত হয়েছে।

এই পাচনদ কিন্তু মহা তীর্থরাজ নামেও পরিচিত এবং এখানে বহু মানুষের সমাগম ঘটে প্রতিবছর। এখানকার পরিবেশ সন্ধ্যার পর থেকেই অপূর্ব হয় যায়। কথিত আছে যে, মহাভারতের সময় থেকেই এই পাচনদের কথা উল্লেখ রয়েছে। কাহিনী প্রচলিত যে, মহাভারতের সময়ে পঞ্চপাণ্ডবেরা তাদের তীর্থযাত্রার সময় পাচনদের কাছে আশ্রয় নিয়েছিলেন এবং ভীম এইস্থানে বকাসুরকে বধ করেন।

Advertisements