In Indian Wedding, the customs of riding on horse while going to get married: বছরের এই সময়টা কিন্তু চারিদিকে চলে বিয়ের মরশুম। আপনি কান পাতলে শুনতে পারবেন বিয়ের সানাই। বিভিন্ন সামাজিক মাধ্যমেও বহু মানুষের বিয়ের ছবি দেখতে পাওয়া যায় এই সময়। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে সামনে এসেছে যে, আগামী ২৩ দিনে সারা দেশজুড়ে ৩৫ লাখ বিয়ে হতে চলেছে, ব্যবসা হবে কোটি কোটি টাকার। ভারতীয় বিয়ে মানে নানা রকমের রীতিনীতির সম্ভার। ভারতের বিভিন্ন জায়গায় বিয়ের নিয়ম কানুন কিন্তু বিভিন্ন রকমের। কোথাও বর আসেন ঘোড়ায় চড়ে, কোথাও আবার বরকে কোলে করে ছাদনাতলায় নিয়ে যান কনে পক্ষ। হিন্দু বিবাহতে শুধুমাত্র দুজন মানুষের মিলন হয় না হয় দুটো পরিবারের। হিন্দু বিবাহকে দৃঢ় বন্ধনের প্রতীকও বলে মনে করা হয়। এর গুরুত্ব সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সত্যি অতুলনীয়। ভারতীয় এই নিয়ম কানুনের (Indian Wedding Customs) সঙ্গে জড়িত মানুষের বিশ্বাস, আস্থা এবং কর্তব্য।
ভারতীয় হিন্দু বিয়েতে একটি ঐতিহ্যবাহী প্রথা (Indian Wedding Customs) লক্ষ্য করা যায় সেটি হলো বরের ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়া। তবে এটি কেবল প্রথাই নয়, এর গভীরে জ্যোতিষশাস্ত্রীয় ও ধর্মীয় তাৎপর্যও রয়েছে। আপনি কি জানেন কেন সবসময় মেয়ে ঘোড়ার পিঠে চেপেই বিয়ে করতে যান বর? কেন পুরুষ ঘোড়ার পিঠে চেপে বিয়ে করতে যান না? আপনার অজানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের প্রতিবেদন থেকে।
এই বিশেষ প্রথা (Indian Wedding Customs) নিয়ে অনেকের মনে নানা রকম প্রশ্ন ঘুরপাক করে কিন্তু সঠিক উত্তর কারোর কাছেই নেই। একজন প্রশ্ন করেছে, কেন মেয়ে ঘোড়ার পিঠে চেপেই বিয়ে করতে যান বর? কেন পুরুষ ঘোড়ার পিঠে চেপে বিয়ে করতে যান না তিনি? একেকজনের প্রশ্নের উত্তর একেক রকম। কিন্তু কোন প্রশ্নের উত্তরের সত্যতা যাচাই করা হয়নি। বিয়েতে বর কিন্তু হাতির পিঠে চেপে বিয়ের করতে যেতে পারেন। কিন্তু হাতির পিঠে ওঠা সত্যি বড় কঠিন কাজ। হাতি একটি বড় প্রাণী এছাড়াও ঘোড়া, উঠের পিঠে চেপেও বিয়ে করতে যান অনেকে। তবে সবকটি প্রাণীর মধ্যে ঘোড়ার পিঠে ওঠা সবথেকে সহজ। সেই প্রাণীর পিঠে মানুষ চড়তে পছন্দ করতে যাকে লাগাম পড়ানো তুলনামূলক সোজা।
এই প্রশ্নের উত্তরে অন্য আরেকজন মন্তব্য করেছেন যে, বর যখন ঘোড়া/মেয়ে ঘোড়ায় চড়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন তখন বরের দিকে চোখ পড়ার আগে কনের প্রথম চোখ পড়ে বরের গাড়িটির দিকে। মেয়ে ঘোড়া চড়ে আসার মূল কারণ হলো কনের নজর যাতে প্রথম তার বরের দিকেই পড়ে। অপর আরেক ব্যক্তি বলেছেন, ‘ঘোড়ী’ তুলনামূলক বুদ্ধিমান, চতুর এবং দক্ষ। একজন সুস্থ এবং সক্ষম মানুষ তাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। ঘোড়ীতে চেপে বরের আগমনের প্রতীক হল (Indian Wedding Customs) একজন পুরুষ যিনি ‘ঘোড়ী’-র লাগাম টানতে পারেন, তিনি তাঁর পরিবার ও স্ত্রীকেও ভালোভাবে সামলাতে পারবেন। তবে এইসব উত্তরের সত্যতা কিন্তু সন্দেহজনক। ব্যক্তিবিশেষে এই উত্তর পরিবর্তিত হতে থাকে।
বিভিন্ন প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর বিভিন্ন রকম দেওয়া আছে কিন্তু কোনটি সঠিক সেই বিষয়ে যুক্তিসঙ্গতভাবে কিছুই বলা নেই। একটি ওয়েবসাইটের বলা হয়েছে, ‘ঘোড়ী’-কে বেশি খেলাধুলা করানো হয়। বর যখন বিয়ে করার সময় মেয়ে ঘোড়া চেপে বিয়ে করতে আসেন তার মানে হল তিনি সম্পূর্ণভাবে পরিণত। দায়িত্ব নেওয়ার যথেষ্ট বয়সও হয়েছে তাঁর।