বৃষ্টি! পুজোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদন : ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। সকালে বৃষ্টি না হওয়ার ইঙ্গিত পাওয়া গেলেও, বিকালেই আবার তা পরিবর্তন হয়ে যাচ্ছে। পুজো চার দিন বৃষ্টি নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ দেখতে বাঙালিরা।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পুজো চার দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরাজ্যে। যদিও কোন ঘূর্ণাবর্ত বা সিস্টেম সক্রিয় নেই, তা সত্ত্বেও রাজ্যজুড়ে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রয়েছে। যার ফলেই পুজোতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, হতে পারে স্বল্পমেয়াদী বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতাসহ রাজ্যের প্রতিটি জেলাতেই।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, “পুজোর সময় টানা দীর্ঘ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিক্ষিপ্ত স্বল্পমেয়াদী বৃষ্টি হতে পারে। ১ থেকে ৩ তারিখ পর্যন্ত রাজ্যে বৃষ্টির পরিমাণ কমবে। কিন্তু ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার ৭ ও ৮ তারিখ বৃষ্টি পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ওই সময় সমুদ্রে উচ্চচাপ জোন তৈরির সম্ভাবনা রয়েছে।”

তবে এরই মাঝে ভালো খবর এটাই যে, পুজোর দিনগুলিতে যদিবা বৃষ্টিপাত হয়ে থাকে তা সকাল থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। বিকাল অথবা সন্ধ্যার দিকে ঠাকুর দেখার আনন্দে ভাটা পড়বে না বলেই অনুমান।

পুজোর এই দিনগুলিতে বৃষ্টিপাত হওয়ার মূল কারণ হিসেবে রাজ্যজুড়ে বিপুল পরিমাণে জলীয়বাষ্পের আধিপত্য। কোনরকম ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ না থাকলেও এই জলীয়বাষ্পের কারণেই এই বজ্রগর্ভ মেঘের সৃষ্টিতে বৃষ্টির আশঙ্কা।