পুজোর আগে বৃষ্টি নিয়ে খুশির খবর দিলো আবহাওয়া দপ্তর

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালিদের প্রানের পূজা দুর্গোত্সবের প্রাক্কালে খুশির খবর হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টা থেকে বৃষ্টি কমবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ জেলায়। দিন কয়েকের নিম্নচাপের জেড়ে বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। পাশাপাশি দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে দেখা দিয়েছিল অশনিসংকেত।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে। দিন কয়েকের বৃষ্টি তুলনায় বিপুল পরিমাণে বৃষ্টি কমবে। দেখা মিলবে রোদেরও। তাপমাত্রাও বাড়বে। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার উন্নতি হলেও বৃষ্টির সম্ভাবনা একেবারেই থাকছে না এমনটা নয়। হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর প্রদেশ থেকে নিম্নচাপ অক্ষরেখা বিহার এবং পশ্চিমবঙ্গ সীমান্ত পর্যন্ত অবস্থান করার কারণে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। পাশাপাশি মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে খুশির খবর এই যে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ২৪ ঘন্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের সহ অধিকর্তা গনেশ দাস।

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে। যে কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।