Tourists Places: এত মোবাইল ঘাঁটেন! কিন্তু এই ৬ জায়গায় ব্যবহার করলেই ৫ বছর জেল

Prosun Kanti Das

Published on:

Advertisements

In these places of world mobiles are completely banned: বর্তমান সমাজ মোবাইল ফোন ছাড়া একেবারেই অচল। এমন কেউ নেই যে মোবাইল ছাড়া এক মুহূর্তও থাকতে পারে। কিন্তু পৃথিবীতে বহু জায়গায় (Tourists Places) আজও মোবাইল ফোন ব্যবহার করা বা মোবাইল ফোন বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ ব্যবহার করে তাহলে তাকে জরিমানা দিতে হবে। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যিই, এই উন্নত যুগে এখনো এমন জায়গা আছে। প্রতিবেদনে এমনই জায়গার কথা আলোচনা করা হবে।

Advertisements

দক্ষিণ ভারতে অবস্থিত তামিলনাড়ুর বিভিন্ন মন্দিরগুলিতে (Tourists Places) মোবাইল ফোন ব্যবহার করা একেবারে নিষিদ্ধ। এই পদক্ষেপ নিয়েছে তামিলনাড়ু সরকার এবং এর পিছনের কারন হলো মন্দিরগুলির শুদ্ধতা এবং পবিত্রতা বজায় রাখা। গত বছরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের প্রত্যেকটা মন্দিরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যেমন মাদুরাইয়ের মীনাক্ষি আম্মান মন্দির, গুরুভায়ুর শ্রী কৃষ্ণ মন্দির এবং শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের ভিতরে ফোন নিষিদ্ধ করা হয়েছে।

Advertisements

ভারতের শুধু দক্ষিণ দিকের মন্দিরগুলি নয় উত্তরপ্রদেশের অযোধ্যার রাম জন্মভূমি কমপ্লেক্সের সম্পূর্ণ এলাকায় সরকারের পক্ষ থেকেই মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। জানলে আরো অবাক হবেন যে, শুধু মোবাইল ফোনই নয়, ক্যামেরা, ঘড়ি, বেল্ট এবং যে কোনও ইলেকট্রনিক গ্যাজেটও এইস্থানে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, রাজধানী দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দিরে (Tourists Places) মোবাইল ফোন ব্যবহার করা যায় না। নিরাপত্তার কারণে পর্যটকরা তাদের মোবাইল ফোন এই মন্দির চত্বরে নিয়ে যেতে পারবেন না। সাপ্তাহিক ছুটির দিনগুলি পর্যটকদের জন্য এই মন্দির দর্শনের সেরা জায়গা।

Advertisements

শুধুমাত্র ভারতে নয় এর বাইরেও বিভিন্ন জায়গায় মোবাইল ফোন ব্যবহার একেবারে নিষিদ্ধ। ক্যারিবিয়ান বিচের এলিট আইল্যান্ড রিসর্টে ২০১২ সালে মোবাইল নিষিদ্ধ করার প্রথা চালু করা হয়েছিল। সেই জায়গার সমস্ত সৈকতে নিষেধাজ্ঞা লেখা সাইনবোর্ড লাগানো রয়েছে। এছাড়া পর্যটকরা চেক-ইন করার সময় এই নীতিগুলি সম্পর্কে তাদের অবহিত করা হয়। অন্যদিকে, শ্রীলঙ্কার বিখ্যাত ইয়ালা জাতীয় উদ্যানে (Tourists Places) বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য ২০১৫ সাল থেকে এখানে মোবাইল ফোন ব্যবহার একেবারে নিষিদ্ধ। আসলে এখানকার গাইডরা বন্যপ্রাণীদের দেখার জন্য ব্যাপকহারে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এতে প্রাণীরা বিরক্ত হচ্ছিল এবং তারপর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউরোপে অবস্থিত সিস্টাইন চ্যাপেল হলো ইতালির এক বিখ্যাত উপসনালয়। পবিত্র উপাসনালয় হওয়ার জন্য সিস্টাইন চ্যাপেলের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করা এবং বহন করা একেবারে নিষিদ্ধ। এই গ্র্যান্ড চ্যাপেলের মধ্যের এবং ছাদের অবিশ্বাস্য শিল্পকর্ম আপনাকে মুগ্ধ করবে।

Advertisements