In this policy of LIC women will get a good return on a small investment: এলআইসি হলো সাধারণ মানুষের কাছে বিনিয়োগের সবথেকে নিশ্চিন্ত উপায়। বাজারের উত্থান পতন কখনোই এলআইসির বিনিয়োগকে আঘাত করতে পারে না। তাই সাধারণ মানুষ নিজেদের সঞ্চিত অর্থ সুরক্ষিতভাবে এখানে বিনিয়োগ করতে পারেন। তাই বিনিয়োগের ক্ষেত্রে দেশের বহু মানুষের প্রথম পছন্দ হলো এলআইসি (Life insurance of India)। এবার এলআইসি নিয়ে এসেছে মহিলাদের জন্য বিশেষ একটি পলিসি, যা তাদের ভবিষ্যৎকে করবে আরও সুনিশ্চিত। LIC আধার শিলা পলিসিতে (LIC Policy for Women) বিনিয়োগ করে আপনি দীর্ঘমেয়াদে শক্তিশালী আয় পেতে পারেন।
এলআইসির এই বিশেষ পলিসি হলো নন-লিঙ্কড, ব্যক্তিগত জীবন বিমা প্রকল্প। এই পলিসিটি শুধুমাত্র মহিলাদের (LIC Policy for Women) জন্য কার্যকরী হবে। এই পলিসিতে যারা বিনিয়োগ করবেন তারা অল্প বিনিয়োগে ভালো রিটার্ন পেতে পারেন। এছাড়া যদি বিনিয়োগকারী মেয়াদ পূর্তির আগেই মারা যান তাহলে তার পরিবার আর্থিক সহায়তা লাভ করবে এই পলিসির মাধ্যমে। তবে যে সমস্ত মহিলারা শারীরিক ভাবে সুস্থ, তারাই এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন।
আসুন আজকের প্রতিবেদনের মাধ্যমে এই পলিসিটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। LIC আধারশিলা প্ল্যানের (LIC Policy for Women) অধীনে মূল বিমার টাকা সর্বনিম্ন ৭৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা। এই পলিসিতে যে সব বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন মেয়াদপূর্তির সময় তাদের বয়স যেন ৭০ বছরের বেশি না হয়। মেয়াদপূর্তির পর বিনিয়োগকারী একটি মোটা অংকের টাকা লাভ করেন এই পলিসির দ্বারা।
আপনি কি এই পলিসিটি (LIC Policy for Women) কিনতে ইচ্ছুক? তাহলে আপনাকে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক প্রিমিয়াম প্রদানের বিকল্প দেওয়া হয়। এই পলিসির জন্য কি প্রয়োজন সেটাও জানা যাবে আজকের প্রতিবেদনে। এই পলিসিটি শুধুমাত্র মহিলাদের জন্যই প্রযোজ্য।
এলআইসির এই বিশেষ আকর্ষণীয় পলিসিটি সমস্ত মহিলাদের জন্য তৈরি করা হয়েছে, এছাড়া যাদের UIDAI দ্বারা জারি করা আধার কার্ড রয়েছে তারা বিনিয়োগ করতে পারবে। বিনিয়োগকারী মহিলার বয়স অবশ্যই হতে হবে ৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যে। পাশাপাশি বিনিয়োগকারী মহিলাকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। তাহলেই এই প্রকল্পের অধীনে বিনিয়োগ করতে পারে। ।