Bangladesh Pakistan Relation: ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি খুবই টালমাটাল। দুই দেশের মধ্যে রাজনৈতিক সমীকরণ আগের থেকে অনেকটাই বদল হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার সমস্যা বাড়িয়ে দিয়েছে আরও অনেক গুণ বেশি। কিন্তু ভারতের আরেক প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমশই ঘনিষ্ট হতে শুরু করেছে। ইউনূস সরকার যেদিন থেকে বাংলাদেশের ক্ষমতায় এসেছে সেদিন থেকেই ঘনিষ্ঠতা বাড়ছে পাকিস্তানের সঙ্গে। এ তো গেল রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু জানেন কি বাংলাদেশীরা কি চাইছে? সম্প্রতি একটি সমীক্ষায় এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে। আজকের এই প্রতিবেদনে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে।
সমীক্ষায় দেখা গিয়েছে, বাংলাদেশে ভারত ও পাকিস্তান দুটি দেশেরই ইতিবাচক ভাবমূর্তি বজায় রয়েছে। বাংলাদেশের শিক্ষিত জনগণ আজও উন্নয়নশীল দেশগুলোর সমর্থন করে। ১০০০ মানুষের ওপর চালানো ওই সমীক্ষায় দেখা গিয়েছে, উত্তরদাতাদের মধ্যে ৫৯ শতাংশ পাকিস্তানকে ‘পছন্দ’ (Bangladesh Pakistan Relation) করেন। অন্যদিকে, ভারতকে ‘পছন্দ’ করেন ৫৩.৬ শতাংশ মানুষ।
বাংলাদেশের মানুষদের ওপর চালানো এই সমীক্ষায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে, বাংলাদেশের ৪১.৩ শতাংশ মানুষ দেশ হিসেবে ভারতকে ‘অপছন্দ’ করেন। অন্যদিকে ৫৩.৬ শতাংশ মানুষ ভারতকে ‘পছন্দ’ করেন। সমীক্ষায় আবার এটাও ধরা পড়েছে যে, উত্তরদাতাদের ২৮.৫ শতাংশ পাকিস্তানকে ‘অপছন্দ’ (Bangladesh Pakistan Relation) করেন। অন্যদিকে, ভারতের ক্ষেত্রে এই ‘অপছন্দ’ হার ৪১.৩ শতাংশ।
আরও পড়ুন:Defence Mechanisms: বিশ্বের প্রতিরক্ষা ব্যবস্থায় কোথায় পৌঁছাতে চলেছে চীন, ভারত কি নাগাল পাবে
সমীক্ষায় শুধু ভারত এবং পাকিস্তান সম্পর্কেই (Bangladesh Pakistan Relation) বাংলাদেশীদের মনোভাব বোঝা গেছে তা কিন্তু নয়, তালিকায় রয়েছে আরো কয়েকটি দেশ। প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশীরা সব থেকে বেশি ‘অপছন্দ’ করে মায়ানমারকে, যা আগে বার্মা নামে পরিচিত ছিল। এক্ষেত্রে উত্তরদাতারা মায়ানমারকে ‘অপছন্দ’ স্কেলে ৫৯.১ শতাংশ এবং ‘পছন্দ’ স্কেলে ২৪.৫ শতাংশ রায় দিয়েছে।
আবার অনেক বাংলাদেশী কিন্তু তাদের ‘পছন্দ’ স্কেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে। পছন্দের তালিকায় শীর্ষে আছে আমেরিকা। সমীক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র ভোট পেয়েছে ৬৮.৪ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বাংলাদেশীদের আরেকটি পছন্দের দেশ হলো চীন (৬৬ শতাংশ)। তারপরেই তালিকায় নাম আছে রাশিয়া (৬৪ শতাংশ)। পছন্দের তালিকায় আরো একটি দেশ হলো ব্রিটেন (৬২.৭ শতাংশ)।