Bhoot Chaturdashi: ভূত চতুর্দশীতে বাড়ির কোন কোন স্থানে দেবেন প্রদীপ, জানুন এই প্রতিবেদনে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bhoot Chaturdashi: ভূত চতুর্দশী নামটার সঙ্গে সকলেই বেশ পরিচিত, কালীপুজোর আগের দিনটি ভূত চতুর্দশী নামে পরিচিত। নামটার মধ্যেই যেন একটা গভীর অন্ধকার এবং ভয় মিশে রয়েছে। তবে বিশেষ কিছু নিয়ম এই দিন পালন করতে হয়। অনেক বাড়িতেই লক্ষ্য করা যায় এই বিশেষ দিনে ১৪ প্রদীপ দেওয়া হয় সন্ধ্যেবেলা, এমনকি ১৪ শাক খাওয়ার নিয়ম রয়েছে। কথিত রয়েছে এই ১৪ প্রদীপ উদ্দেশ্য করা হয় পূর্বপুরুষদের। জ্যোতিষীরা এই বিশেষ দিনে অবশ্যই সাবধান থাকতে বলেন এবং কিছু নিয়ম পালন করতে বলেন জীবন থেকে বিপদ দূর করার জন্য।

Advertisements

১) ১৪ শাক এই বিশেষ দিনে অবশ্যই খেতে হয়। বাজারে ভূত চতুর্দশীর (Bhoot Chaturdashi) দিন ১৪ শাক বিক্রি হতে দেখা যায়।

Advertisements

২) এছাড়া সন্ধ্যেবেলা দেখা যায় বিভিন্ন বাড়িতে ১৪টি প্রদীপ দিচ্ছে। ভূত চতুর্দশীর দিন এই বিশেষ নিয়মটি অবশ্যই পালনীয়। পূর্বপুরুষদের উদ্দেশ্য করেই এই প্রদীপ দেওয়া হয়ে থাকে। কিন্তু বাড়ির কোন কোন দিকে প্রদীপ দেবেন সেইটা জেনে নেওয়া দরকার। ঠাকুরঘরে অবশ্যই প্রদীপ দেবেন, বাড়ির তুলসীমঞ্চে প্রদীপ দিতে হবে। বাড়ির সদর দরজার দু’পাশে দুটো প্রদীপ দিতে হবে, প্রদীপের মধ্যে অবশ্যই একটি করে লবঙ্গ দেবেন। বাড়িতে যেখানে জলের ব্যবস্থা রয়েছে সেখানেও একটি প্রদীপ জ্বালাতে হবে। ঘরের প্রধান দরজার মাঝখানে একটি প্রদীপ জ্বালাতে হবে গুড় দিয়ে। সৌভাগ্য বৃদ্ধির জন্য বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো অবশ্যই দরকার।

Advertisements

আরো পড়ুন: রান্নাঘরে থাকা এই সাধারণ মশলাগুলিই এবার ধনতেরাসে আপনার সৌভাগ্য ফিরিয়ে আনবে

৩) যদি ভূত চতুর্দশীর দিন (Bhoot Chaturdashi) যমরাজের পুজো করা যায় তাহলে নানারকম বিপদের হাত থেকে মুক্ত হওয়া যায়।

৪) ভূত চতুর্দশীর দিন (Bhoot Chaturdashi) ঘরে সর্বদা আলো জ্বালিয়ে রাখতে হবে। অন্ধকার ঘর বিপদের হাতছানি দেয়।

৫) যদি কেউ ভূত চতুর্দশীর দিন সন্ধ্যেবেলা এবং সকালবেলা গীতা পাঠ করতে পারে তাহলে ভালো ফল লাভ হবে।

আরো পড়ুন: মন্দিরে কে বিরাজমান? মা কালী নাকি জগন্নাথদেব? কেন সংশয় ভক্তদের মনে?

৬) এই বিশেষ দিনে আরেকটি টোটকা করতে পারেন যা আপনাকে বিপদের হাত থেকে বাঁচাবে। সকালবেলা একটা লাল কাপড়ে কিছুটা নুন এবং কালো সর্ষে নিয়ে ঠাকুরের স্থানে রেখে দিন। সেই রেখে দেওয়ার নুন এবং সর্ষে সন্ধ্যেবেলা বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন। দেখবেন নেগেটিভ এনার্জি বাড়ি থেকে একেবারে দূর হয়ে যাচ্ছে।

৭) ভূত চতুর্দশীর দিন (Bhoot Chaturdashi) যদি বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে চান তাহলে অবশ্যই সৈন্ধব লবন, নিমপাতা, কালো সর্ষে, লবঙ্গ এবং কর্পূর ধুনোর সঙ্গে মিশিয়ে বাড়িতে দিন। এর ফলে আপনার বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে।

উপরিউক্ত টোটকাগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবন থেকে বিপদের ছায়া কেটে যাবে। নিয়মগুলো মেনে চলা এমন কিছুই কঠিন নয়। তাই ভূত চতুর্দশীর দিন অবশ্যই এই নিয়মগুলো পালন করার চেষ্টা করবেন।

Advertisements