বাংলাএক্সপি ডেস্কঃ দেশের সবচেয়ে ভরসার জীবন বীমা সংস্থা হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। রাষ্ট্রায়ত্ত সংস্থা হওয়ার কারণে দেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এই সংস্থার জীবন বীমা। ঘরে ঘরে জীবন বীমা পৌঁছে দেওয়ার জন্য রয়েছে লক্ষ লক্ষ এজেন্ট। আর এই এলআইসির এজেন্টদের নিয়ে আমজনতার মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। সেই সকল প্রশ্নের মধ্যে অন্যতম হলো তাদের মাসিক রোজগার (Income of LIC Agents) কত?
সারাদেশের কোন রাজ্যে কত সংখ্যক এলআইসির এজেন্ট রয়েছে, রাজ্যের ভিত্তিতে সেই সকল এজেন্টদের মাসিক গড় আয় কত ইত্যাদি নিয়ে এবার পরিসংখ্যান পেশ করেছে এলআইসি। যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি রোজগার করে থাকেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এলআইসির এজেন্টরা। এজেন্ট সংখ্যার নিরিখে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের এজেন্টরা।
সারাদেশে এলআইসির এজেন্ট সংখ্যা হল ১৩ লক্ষ ৯০ হাজার ৯২০। দেশের মধ্যে সবচেয়ে বেশি এজেন্ট রয়েছে উত্তরপ্রদেশে। যেখানে এলআইসির এজেন্ট সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার। মহারাষ্ট্রে রয়েছে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় সংখ্যক এজেন্ট। মহারাষ্ট্রে থাকা এজেন্টের সংখ্যা হল ১ লক্ষ ৬১ হাজার। এজেন্ট সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মোট এজেন্ট সংখ্যা হল ১ লক্ষ ১৯ হাজার ৯৭৫।
আরও পড়ুন : WB Police Job: বেতন ৪০ হাজার, রাজ্য শুরু হয়ে গেল পুলিশে নিয়োগের আবেদন
এজেন্ট সংখ্যার নিরিখে পরবর্তী যে রাজ্যগুলি রয়েছে সেগুলি হল তামিলনাড়ু, যেখানে এজেন্ট সংখ্যা ৮৭ হাজার ৩৪৭। কর্নাটকে থাকা এজেন্ট সংখ্যা হল ৮১ হাজার ৬৭৪। রাজস্থানে রয়েছে ৭৫ হাজার ৩১০ জন এজেন্ট। মধ্যপ্রদেশে ৬৩ হাজার ৭৭৯ জন এজেন্ট রয়েছে। দিল্লিতে রয়েছে ৪০ হাজার ৪৬৯ জন এজেন্ট। এবার দেখে নেওয়া যাক এই সকল রাজ্যের এজেন্টদের গড় রোজগার কত?
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের এজেন্টরা প্রতি মাসে গড়ে রোজগার করে থাকেন ২০ হাজার ৪৪৬ টাকা। উত্তরপ্রদেশের এজেন্টদের মাসিক গড় রোজগার হলো ১১ হাজার ৮৮৭ টাকা। মহারাষ্ট্রের এজেন্টদের মাসিক গড় রোজগার হলো ১৪ হাজার ৯৩১ টাকা। পশ্চিমবঙ্গের এজেন্টদের মাসিক গড় রোজগার হলো ১৩ হাজার ৫১২ টাকা। তামিলনাড়ুর এজেন্টদের মাসিক গড রোজগার ১৩ হাজার ২৬৫ টাকা। রাজস্থানের এজেন্টদের মাসিক গড় রোজগার হলো ১৩ হাজার ৯৬০ টাকা। মধ্যপ্রদেশের এজেন্টদের মাসিক গড় রোজগার হলো ১১ হাজার ৬৪৭ টাকা। দিল্লির এজেন্টদের মাসিক গড় রোজগার হলো ১৫ হাজার ১৬৯ টাকা। হিমাচল প্রদেশের এলআইসির এজেন্টদের রোজগার সবচেয়ে কম। তারা মাসে গড়ে রোজগার করে থাকেন ১০ হাজার ৩২৮ টাকা।